বুধবার, ২১ মার্চ, ২০১৮

রাহুল গাঙ্গুলী


রাহুল গাঙ্গুলী


মিথোজীবী স্বপ্ন ~ তার বাসন্তিকা কোষ
--------------------------------------------------------------
[১]

পুড়ছে। পুড়ছে
   
   বরফ গলছে না।গলছে ~ চামড়া।চোখ।জল

   স্পঞ্জি হাওয়া ~ প্রতি মুহূর্ত || ঘড়ি-র ঝড় ||

নেল-পালিশ আবহ ~ ফেরার প্রস্তুতি-তে

ঝরছে কাচ ~ ঝুরোকাচ ~ < > < > <>







[২]

এই মাত্র ঘুরে এলাম।ঢেউ {গুণিতক} ঢেউ
একটু বৃষ্টির ভিতর ~ গোলাপ-পাতার জলীয় নগ্নতা

~ যাবতীয় গোপন।অতি-গোপন সাক্ষাতকার্

মাঝেসাঝে : সিন্দুক আয়না।পুরনো আয়না-ভর

ভিজছে ব্যক্তিগত ~ টোন ~ ব্যক্তিগত পালক






[৩]

আপাতত আগ্নে+য় মোম ~ মুছে ফেলা স্পর্শ
তরল জ্যামিতি : অক্ষরেখা তরল জ্যামিতি
ইশারায় স্থির-০ ~ হাতেপায়ে -দাগ
নোটিফিকেশন্ বদল ~ © চোষক || ব্লটিংপেপার ||

কৃষ্ণগ্রহণে শাদা সাপ।সাপের জিভ থেকে সরাসরি
২(½) চালের : ঘুরছে।ঘুরছে।ঘুরছে ~ বনবন ঋ

স্থিতিস্থাপক আক্রমণ ~ অতি চুম্বক-খোঁজ।নীলবর্ণ







[৪]

অন্তরীক্ষ থেকে নেমে আসছে ~ তামাটে বেলুন
Astronomers @ astronomical 0 মেঘলাভয়

অপর্যাপ্ত ~ বিপরীত ~ গণনাকেন্দে Sin Ø

if : Ø = মহাকাশ, then : অনুলেপনে {পারদ-۝}

নিশ্ছিদ্র উপোষ চলে ~ আস্তরণে থকথকে লাভা

উপমায় মেরুন হাঁস & বরফ : গতিবিরুদ্ধ সংরক্ষন







[৫]

ভেসে আসছে প্রজাপতি রোবোটিক্স ~ যকৃৎ থেকে
ফেনা (সাদা) ফেনা : মাটিজ ভগ্নাংশ খুঁজছে দেহ
এই পর্যন্ত তৈরি হওয়া কবিতা ~ ০-এ টার্গেট
বিয়োজিত মিসাইল ||তেজস্ক্রিয় চামড়া|| বিলিরুবিন

প্রতিনিয়ত পাল্টাচ্ছি নিজেদের ~ শ্যাওলা & মাছ
মাছ & শ্যাওলা ~ পোস্ট-ফটোইলাস্টিক এফেক্ট

জলসাঘর শুষে নেয় ~ ঘাটতির পর জলীয় প্রিজম

মুখোমুখি বসন্ত ও বৈশাখ : হিম-সমীকরণের ধ্রুবক