বুধবার, ২১ মার্চ, ২০১৮

সিলভিয়া ঘোষ


সিলভিয়া ঘোষ

অনন্ত বসন্ত

পাতা ঝরা পৌষালী আজ
চির -বসন্ত পলাশের সাজে
নীল দিগন্ত ওড়না উড়িয়েছে যে
অনন্ত ভালোবেসে কাছে এসে






কাগজের নৌকা

প্রতি বছর খোয়াই এর কাছে যেতেই
বিষাদের এক চিত্র ফুটে ওঠে
তখন পলাশ, শিমূল, অমলতাসেদের বিদায়বেলা
তবুও  মাঝে মাঝে লালে  লাল হয়ে থাকা গাছেদের গা
থেকে ঝরে পরে আনন্দ -বাহার
:
খাড়ির ধারে সবচেয়ে ফ্যাকাসে হয়ে থাকা
ঠিক সেই  'মুখোমুখি'  দাঁড়ানো গাছ দুটোতে 
খানিক  সময় হাত বোলাতে থাকি
দুটো মানুষ দূরে দাঁড়িয়ে দেখে যায় , এসব
:
তারপর ,কিছু সময় নিস্তব্ধ  সবকিছু
আরো  কিছুটা সময় গেলে , সব আগের মতো
তবুও বুকের   ভিতর  শূন্যতা ........
:
কুড়ি বছর ধরে তোমাকে ছুঁয়ে আছি
সামান্য কিছুটা  সময় তোমার জন্য বরাদ্দ
রেখেছি আজও.....
:
হঠাৎ  বৃদ্ধ  কাঁধে  নব যৌবনের হাত
বলিষ্ঠ কন্ঠে সে  বলে,  'সব ব্যথা ভোলা যায় না জানি, 
চলো আজ দুটো কাগজের নৌকা ভাসাই অজয়ের জলে,
দুজনের নাম লেখা থাক সেখানে'........





 
বসন্ত-বিলাপ

রজঃস্বলা পৌষালীর 
জরাজীর্ণ আবরণ কে 
উদ্লা বাউল করে দিচ্ছে
উতলা দখিনা বাতাস
:
পর্ণমোচীরা সেজেছে
কচি কিশলয়ে, চির সবুজের মনে এখন
শুধু প্রেম প্রেম খেলা
:
ছড়িয়ে  থাকা নীল দিগন্তে
পলাশ শিমুলের আগুন আগুন জ্বালা
ধূ ধূ মাঠে
কৃষ্ণচূড়ার ডালে পরাভৃৎ এর আনাগোনা
:

হু হু করা উদাসী  হাওয়া
স্মৃতির বুকপকেটে শুকনো গোলাপ কে
মনে করিয়ে দেয় 
:
বেঁচে থাকা অপ্রেমেরা
অযাচিত প্রেমরোগে বসন্ত-বিলাপ  গায়






মাইগ্রেশন

আলটুসি রোদেলা পড়ন্ত গোধূলিতে
পরিযায়ী পাখিদের ঘরে ফেরার টানে
পর্ণমোচী বিকেলগুলো সেজে উঠেছে
কিংশুকের আগুন মাইগ্রেশন বোঝে ?