কৃষ্ণেন্দু দাসঠাকুর
নিজস্বী...রঙ
চার আঙুল মেপে তুলির টান
গোটা উৎসব এক লহমায়
রকমারি ফ্রেমওয়ার্ক
আপলোড
পাল্লা দেওয়া লাইক
ইনবক্স ভর্তি কমেন্ট
শান্তিনিকেতন ড্রয়িংরুমের কোণে
ব্যাস!প্রোজ করে দাঁড়িয়ে বসন্ত
---★★---
শব্দ আর
তুই
তোর জন্য ভালোলাগা শব্দগুলোকে
পিতলের ঘটিতে পুরে লাল কাপড় বেঁধেছি
সেন্টিমেন্টাল শব্দ
সংসার নামক শব্দছকে রিভার্সসুইং করে
তবুও না নামক শব্দে...অভিধান আর তুই
---★★---
সে মুখোশ
সেই পর্দা
কবিতায় এখন কী রকম একটা
ধর্ম
.ক
.ক
.ক
ক
ধর্ম
গন্ধ উঠে।উঠছে।ক্রমশ তীব্র হচ্ছে
ক...ল...ম।টেবিল আর চারপাশ
নিবের কালার
লাইন=লাইন(ব্যালান্স)
মানুষের গন্ধে ভুরভর করে।সে (বিশেষ) গন্ধ...
অক্ষর শব্দ পংক্তি কবিতারা
---★★---
কবিতার কোলাজ
আলপিন সাঁটা টুকরো টুকরো কলাজ
আকাশ/বাতাস/মেঘ/ফুল/প্রজাপতি...
নিংড়ে--- পলাশ লেপ্টে যাই শুরুতে
এপ্রান্ত থেকে ওপ্রান্ত কাঁটাতার
ব্যারিকেড।ভারি বুট।ভাঙা...
বুকে জন্মে সবুজ ঘাস
শুরু থেকে আজ আবার শুন্যে
শুন্যে থেকে
আজ...
---★★---
অক্ষরের চিহ্ন
শব্দগুলো হাইপ্রোফাইল তকমা সেঁটে যায়
প্রেমিকার ঠোঁটে একে দিই ক্রস চিহ্ন
মেনরোড থেকে ফুটপাত লাল মার্কা স্বস্তিক
চালের গন্ধে স্থির রিভলভিং চেয়ার
তবু থামেনি।
নিজেকে ঠিক কবার বিক্রি করলে
একটা কবিতার জন্ম দেয়
---★★---