সৌমী শাঁখারী
পুরুষ
তুমি পুরুষ হয়ে ওঠোনি অনেকদিন..
যেখানে আস্ত সূর্য গিলে খাচ্ছে নিঝুম সাঁওতালী বন জোছনা
সেখানে রনমূর্তিতে তাকে বাঁচাতে তোমাকেই পৌরুষে সাজতে হবে..
অঙ্গে থাকুক দ্রিমি দ্রিমি মাদলের চেনা সৌরভ!!
অনেককাল তোমার ভাসা ভাসা চোখে..
কোনো নারীর মরণ হয় নি!
স্রোতের কলোকলো সঙ্গীতে ঝরণারা চঞ্চল হয় নি..
তুমি ভুলেই গিয়েছিলে তোমার প্রেমিক সত্ত্বা!
আজ মাঝরাতে যদি চাঁদটা ডুবে যায়..
তুমি পাত্রে পাত্রে পান করে নেবে কি আমার মোমগলা শরীর?
ঝাঁঝালো সমুদ্রের ঝোড়ো হাওয়ার মতো..
সব অনামী ক্ষত ঢেকে দিয়ে তোমার বুকের জোয়ারে!!
এপারে আলো জ্বলা ভোরের সুগন্ধায়..
আমি নারী হয়ে তোমাতেই বেদমন্ত্র খুঁজে নেবো
সোহাগে সোহাগে দিনভর উচ্চারিত হবে তুমি
ঐকান্তিক কোমল ফুল ও হাওয়ার সহবাসে!!
অনেকদিন তোমার পুরুষ হয়ে ওঠা হয় নি..
একবার হয়ে দেখো
আমি নারী হয়ে কতোটা বেলাযাপন রেখে যাবো..
তোমার জীবনের তিলতিল রোদ ঘাম ক্ষয়ে!!
সেই তো আবার কাছে এলে
সেই পথে ফাগুনের ওমের ভীড় ছিলো..
গুমোট চন্দ্রানী অভিমান ছিলো
তবু তুমি দূর হতে ব্যবধান রেখেছিলে..
পাছে বসন্ত শখে ভালোবেসে ফেলো আমায়!!
গুমোট চন্দ্রানী অভিমান ছিলো
তবু তুমি দূর হতে ব্যবধান রেখেছিলে..
পাছে বসন্ত শখে ভালোবেসে ফেলো আমায়!!
নাড়ি নক্ষত্রের হাতে গোনা দিনে..
কতো স্নেহবিলাস জমিয়েছি তোমার জন্য বুকে!
বৃষ্টি চুঁইয়ে যে কান্নার গাছ বেড়েছে..
তাতে আমি সাবালক হয়েছি তোমার তীর্থ প্রতিক্ষায়!!
কতো স্নেহবিলাস জমিয়েছি তোমার জন্য বুকে!
বৃষ্টি চুঁইয়ে যে কান্নার গাছ বেড়েছে..
তাতে আমি সাবালক হয়েছি তোমার তীর্থ প্রতিক্ষায়!!
রাতের ধূসর আবছায়ার বিভূতি পথে..
নীরব খানখান ব্যথা বাজে
তুমি সন্তপর্ণে হরিদ্রা ছড়াও ক্ষতে..
যেখানে যতো করুণতা ঘুমিয়ে থাকে!!
নীরব খানখান ব্যথা বাজে
তুমি সন্তপর্ণে হরিদ্রা ছড়াও ক্ষতে..
যেখানে যতো করুণতা ঘুমিয়ে থাকে!!
সুপ্রিয়,তুমি ছিলেই তো যৌবনী গানে..
নৌকার আশেপাশে কেনো তবে ঝঞ্ঝা ঘিরেছিলো?
আসলে সেই সেদিনের তোমার চোখের অশ্রুত টান..
আমি না বুঝে হেলায় হারিয়ে গিয়েছিলাম অন্য ঠিকানায়!!
নৌকার আশেপাশে কেনো তবে ঝঞ্ঝা ঘিরেছিলো?
আসলে সেই সেদিনের তোমার চোখের অশ্রুত টান..
আমি না বুঝে হেলায় হারিয়ে গিয়েছিলাম অন্য ঠিকানায়!!
রবিসন ক্রুসো----স্টোরি
ওফ--সারভাইভাল
#১
গোলাপ সুখা জমিনে রক্ত ঋণ শোধ করে যাচ্ছে কচি কচি মুখের আবিররাঙা হাসি।বিক্ষুব্ধ চেতনার ডেসপারিটিসম্ -এর ঢেউয়ে মাথা কুটে মরে মর্মিতা বানভাসি!
#২
ছিন্নমস্তা মানবিকতার দেহ থেকে ফোঁটা ফোঁটা অবিশ্বাসের শোনিত চুঁইয়ে পড়ছে হৃদয়ের সুকোমল ক্লাসি বোধ ভেঙ্গেচুরে।আর তাতেই ধ্বংসলীলার প্রবাহিনীর জন্ম হচ্ছে মাটির প্রশান্ত মহাসাগর খুঁড়ে।
#৩
বেছে বেছে রজনীগন্ধার শ্বেতশুভ্রতার রুমালে ব্লাড স্টেইনস্ লাগাচ্ছে কারা।হাওয়ায় ফাগের ধূলোঝড় মনে করায় ধূধূ বালিয়াড়িতে জীবন একটুকরো সাহারা।
#৪
মুখ ঢেকে নিচ্ছে কালো কাপড়ে ন্যুডিটির চূড়ান্ত আসামী। অথচ তারাই এভিডেন্স ওফ প্রুফে বেকসুর খালাসে মানবাত্মার প্রনামী।
#৫
প্রিসন সেলে বন্দী হাজার হাজার নিরপরাধ নিস্পাপ মানুষের শক্তি।
আজকের রবিনসন ক্রুসো হয়ে কেউ কি বাঁচাতে পারবে মানবতার ডুবন্ত জাহাজের বিপর্যয়ের মুক্তি??
বিঃদ্র:সিরিয়ার শিশুমৃত্যু প্রসঙ্গে…