মন্দিরা
ঘোষ
নিমেষ
কিছু নিমেষ গড়েছ যখন
কুন্ঠায় সরিয়ো না হাত
কিছু আগুন নামালে যখন
এস তবে পুড়ি সারারাত
একা
আমার সব আয়োজন
তোলপাড় নস্যাৎ করে
বিকেলের রঙ
আমার ঘর ছেড়ে গেল
আমি দাঁড়িয়ে রইলাম একা
দীর্ঘশ্বাস
কখনো কখনো অনেকটা
নীরবতার পর
মুঠোফোনের দীর্ঘশ্বাস
শুনতে পাই
আর আঙ্গুল বেয়ে
গড়িয়ে পরে নোনতা আকাশ
ইচ্ছে
অন্তত তিরিশ সেকেন্ড
চুপ করে থাকো
খুব ইচ্ছে করছে আজ
তোমার কপালের
এলোমেলো চুল গুলি সরিয়ে
সেখানে রক্তকরবী রাখি
সহজ
খুব মেঘ করলে
আজকাল আর বৃষ্টি হয় না
শুধু তেজস্ক্রিয়তার ভেতর
স্নান সেরে নিই
শীতলতা
জমাট অন্ধকারে
তোমার হিমচোখের
দিকে তাকিয়ে আছি
এই গরমেও বড্ড
শীত করছে আমার
নেই
এখানে হিম নেই
আগুনের শোক নেই
ছায়াদের ভিড় নেই
যতখানি হলে মনে হয়
আমি আছি
আমি তোমাতেই আছি