বুধবার, ২১ মার্চ, ২০১৮

শংকর ব্রহ্ম


শংকর ব্রহ্ম

লক্ষ্মীছাড়া

তুমি নেই ভাবতেই বুকের ভিতর নিঃস্ব
একেবারে শূন্য যেন খাঁ খাঁ মরুভূমি,
      বুক জুড়ে এতখানি ছিলে বুঝি তুমি?

                     কেন যে আগে তা বুঝিনি,
এখন আর ভেবে কোন লাভ নেই জানি।
তবুও যখন ছিলে কাছে, কেন যে বুঝিনি
         কতখানি ঘর জুড়ে ছিলে শুধু তুমি?

এখন শূন্যতা আমাকে বুঝিয়ে দেয়
কিভাবে যে দশভূজা হয়ে,
                                ঠেকিয়েছ দশদিক
এখন দিশেহারা হয়ে ভাবি সব
মনে মনে তোমার অভাব
                                  খুব করি অনুভব।

                  
তুমি নেই আশে পাশে কিংবা কাছাকাছি,
লক্ষ্মী শূন্য ঘরে আজ
             লক্ষ্মীছাড়া হয়ে তবু বেঁচে আছি
    বেঁচে থাকতে হয় বলে, অন্য কিছু নয়।







অমরতা

মানুষ হারিয়ে যায় একদিন      ঠিকই
          কিন্তু মানবতা থেকে যায় তার   
                                                  অমরতা পায় |
একটি জীবন
হয়তো মৃত্যুর কাছে
                              সাময়িক হেরে যেতে পারে
অথচ
       সমগ্র মানব জীবন মৃত্যুকে অবহেলা করে
            জীবনের গান গেয়ে যায় চিরকাল ধরে |

কিন্তু মানবতা হারায় যদি স্বার্থের কারণে
                        আমাদের জীবন যাপন থেকে
তাহলে মৃত্যুকে তুচ্ছ ভেবে
                তুমি আর অমরতা খুঁজবে কোথায়  ?







বিশ্ব ভাষা দিবস             
                       
                             দিনটি একুশে ফেব্রুয়ারী
নত মস্তকে প্রাণের আবেগে
                                 আজকে তাদের স্মরি
বাঁচাতে সেদিন বাংলা ভাষার মান
                    অকাতরে যারা হারিয়েছে প্রাণ

তাদের অমূল্য সেই দান
                 আজ পেয়েছে সারাবিশ্বে সম্মান
সগৌরবে অর্জন করেছে
                               বিশ্বভাষা দিবসের স্থান
আমরা যারা বাংলা ভাষা-ভাষি
                                   বেড়েছে তাদের মান।

আজ বিশ্ব ভাষা দিবসের দিনে
                               কিংবা তার আগে পরে
ভাষার স্বাধীনতার জন্য
                            যারা আজও লড়াই করে
তাদের কথা ভেবে
                  আমরা সবাই উর্ধ্ব শিরে
                  বুক চিতিয়ে করতে পারি বড়াই।

বাংলা ভাষার প্রাণ ও মান বাঁচতে  
                                   দিয়ে ছিল যারা প্রাণ
সেই একুশে ফেব্রুয়ারী
আজকে তাদের নত মস্তকে
                                       হৃদয়ে স্মরণ করি।







স্বাধীনতা সত্তরে
(কিছু অবান্তর দৃশ্যাবলী )

     অন্ধ কানাই আজও বছর সত্তরে
দাঁড়িয়ে পথের মোড়ে
        কেন যে বাটি হাতে ভিক্ষা করে?
                         কে দেবে উত্তর তার,
তারা তো নীরব আজ
                  যাদের দায় উত্তর দেবার?

             বস্তিতে বস্তিতে রাস্তার কলে
জলের জন্য আজও কাড়াকাড়ি
           পানীয় জলের জন্য  মারামারি
বালতির আঘাতে মাথা ফাটে
                                     মঙ্গলার মার
তাতে কিবা আসে যায় কার,
                    কিন্তু এর দায় ভাগ কার?

বন্যায় আজও ভেসে যায় যার
                  ভিটে মাটি , ঘর বাড়ি সব
তারা বুঝি আমাদের মত সব
                      স্বাধীনতা করে অনুভব ?






ভালবাসার দিন             

একটি দিবস হঠাৎ যদি
                                    ডুব দিতে চায় প্রেমে
সূর্য ডোবা বন্ধ হবে
                                     যাবে কি বিশ্ব থেমে  ?

হঠাৎ যদি একটি দিবস
                                   ডুব দিতে চায় প্রেমে
চিত্ত কিছু উদার হবে
                                      হীনতা যাবে কমে  ?

একটি দিবস হঠাৎ যদি  
                                     তোমার আমার মনে
ভালবাসার জোয়ার আনে
     বাতাস এসে চুপিচুপি শোনায় কিছু কানে?

ভালবাসার দিনটা যদি
                                       কাব্য জাগায় মনে?

অন্য সব দিনগুলো কি ভালবাসার নয়?
           এই কথাটা মনে হলে ভীষণ দুঃখ হয়।