রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

মৌ মধুবন্তী



মৌ মধুবন্তী


বরফ প্রান্তর

বরফ ও গান গায়

মাঝিদের বুকে স্তন জেগে ওঠে

তারা কন্ঠ উজাড় করে

মাটির কঠিন পাথরে।

পাথর কি জানে শাড়ীও

এমনি করেই জড়িয়ে রাখে

বিশ্রামহীন শীত ঋতুকে





বিউগল ও কবি

কতটা মজুর তুমি কবিতার মাঠে?

কতটা আঘাত পেয়েছ মনে

কবিতার শব্দ গিলতে?

কতটা নির্মমতা দেখেছ,৭১'এর

বর্বর পাক বাহিনীর আক্রমনে?



কতটা বাংলা শব্দের দিত্ব অর্থ জানো

ব্যাকরন? সমাস? কারক? বিভক্তি?

এক কথায় অসাধারণ? লাপাত্তা

হারামখোর, কবিতাকে ধর্ষণ করে

নিমেষে পলাতক ; যৌনবাজ।



যতি চিহ্নের নীচে বসে

আবগারী শুল্ক আদায়

দেখেছ? দেখেছো কি

শব্দের ক্ষেপনাস্ত্রে নিজেকে

ক্ষত-বিক্ষত, উলংগ হতে

কঠিন ভংগুর চিন্তাকে কতটা

জমায়েত করতে সক্ষম হয়েছ?

কবিতা নেমে গেছে গভীর

সমুদ্রে কন্যাকুমারীর হাত

ধরে, তাকে ফেরাতে কতটা

জলে ডুবেছ?



পাথরে আর ভাংগা নুড়ির নিষ্ঠুর পথে

কতটা একাকী হয়েছিলে? কবির

ভেতরে কতটা তুমি সত্য কবি আর

কতটা ঠগবাজ,তার বিচার করে দেখেছ?

নিক্তিতে তার ওজন করেছ?

সব প্রশ্ন শেষ হলে, জীবন, কবিতা হয়ে ওঠে

কস্মিনকালে সে জীবনের

দেখা মিলে- অগ্রপথিক তুমি পথের

শেষ সীমানায় গিয়ে দাঁড়াও, দেখবে

কোথাও তোমার পথিক পা, চিহ্ন রাখেনি।



তুমি কোনদিন কোটেশান হতে পারোনি।

এক কলম কবিতা লিখেই বিজ্ঞ কবি তুমি!





শীত বরফের যুগল কান্না

শীতের ডানায় চড়ে বরফ আসে

কুলকুচি মুখে নিয়ে,উদার উষ্ণ হয়ে,

শীতল জলের প্রগাঢ় বন্ধন নিয়ে,

পেঁজা তুলার মত অনুভব সয়ে---



একদিন ঘুম টানে নীরব অন্ধকারের

চোখে,গাঢ় তুষার চাদর টেনে।

হালকা সাদা কাপাস তুলোর

মত, নরম মেঘের অনবদ্য মেকআপ প'রে



মেঘশীতল বরফ কন্যা

তার নাচের স্কার্ট ছড়িয়ে দেয়

মাঠ থেকে বিস্তীর্ণ মাঠান্তরে।

গোলার্ধ থেকে গোলার্ধে----

সোনালী গ্রীষ্মের উষ্ণ আমেজ

ডুবে যায় গভীর শীতের কঠিন প্রত্যয়ে।



প্রলেরারিয়েত প্রেম জমে

মেঘে ও মাধ্যাকর্ষণে।






নির্মেদ বৃক্ষেরা ছালহীন পোশাকহীন

দাঁড়িয়ে থাকে ঠায়, বাড়ির আংগিনায়

কিংবা বনাঞ্চল জুড়ে।

ভয়ানক হীম বরফ ঝাপটে ধরে

শাখা -প্রশাখা

উপদ্রবে,

অন্যায়ের ভারে

ভেংগে পড়ে

জিভ ছাড়াই

সভ্যতাকে ভেংগচি কেটে।

ভয়ানক বরফ!



শীত চলছে এখন বরফের উপর

অজগরের মত এঁকেবেঁকে

এইভাবে মানুষ বেঁচে আছে ইতিহাসে

হাজার বছর ধরে- লড়াই করে

তুষার যুগ পার হয়ে মানুষ এখন

পারস্পরিক দ্বন্দ্বের যুগে

লন্ড-ভন্ড, প্রচন্ড ভয়াবহ তুষার ঝড়ে

হিমাংকের নীচে তাপমাত্রা পঞ্চাশে নামে

এরাও কি প্লাস্টিক পরে গোসল করে?



সেলসিয়াস আর ফারেনহাইটে

চুপিসারে প্রেম করে, তবুও ম্যালাকাইট

হেমাটাইট মাঘের কনকনে শীতে

প্রিয়া তার উষ্ণ প্রেম-পত্র লিখে কালের গায়ে ---

কাঠের গায়ে আগুন জ্বালিয়ে বলে-

ভয়ানক শীত!-------


এর নাম ভালোবাসা’-