শংকর
ব্রহ্ম
পথ যদি ডাক দেয়
এ পথের শেষ নেই কোন,
সুতরাং চল যাই দুজনেই -
তুমি আমি, জন্ম আর মৃত্যু পাশাপাশি।
যখন মেলেছে পাখা নিশাচর
পাখি
ক্লান্ত ডানায় রেখে জেদ,
মুমূর্ষ রোগীর মত -
তবু অর্থ চেতন টেবিলের
কোনে,
কেন তুমি মাথা গুঁজে পড়ে
আছ একা?
অস্থির রাত্রি এলে
ঠাঁই নেব গাছের ছায়ায়
ফল ফুল যাই পাব,
তাই দিয়ে পেটটা ভরাব।
আর পথ শুধু পড়ে থাকবে
একা
যুক্তিহীন ঈশ্বরের মতো,
যে কাউকে ডাকবে না
সকলেই খুঁজে যাবে যাকে।
অনিবার্য যা ঘটার, ঘটবে তা জানি
সে কথা না ভেবে আর মনে,
শুধু চল, চল যাই সাড়া দিয়ে তাকে -
পথ যদি অকারণও ডাক দিয়ে থাকে।
নারী তোমাকে
এক.
যদি পশু হয়ে জন্মাই আবার
শুধু তোমাকেই ভালবাসব
নারী
কিংবা পাখি হয়ে যদি
শুধু তোমাকেই ভালবাসব
অথবা কীট হয়ে যদি
তবু তোমাকেই নারী
আর পতঙ্গ হলে?
জানি না -
জা নি না।
দুই.
কবির তৃষ্ণা তুমি মেটাতে
পার না
কবি সেটা জানে,
তবু তোমাকে নিয়েই কবি
মেতে থাকে সারাক্ষণ মনে
।
নারী, তুমি তো গোলাপ নও
কবি সেটা জানে,
তবু গোলাপের উপমায়
সে তোমাকে কবিতায় সাজায়।
চাঁদেও কলঙ্ক জমে -
তবে আর তুমি কোন ছাড়?
তোমাকে যে ভালবাসে সে-ই
জানে,
ভাল মন্দ কত গাঁদ জমে
থাকে
ভিতরে তোমার।
এ সব জানার পরেও
কেন তবু তোমাকেই নারী
কবি এত ভালবাসতে পারে?
জা নি
না - জানি না।
পরবাসী
অই যে রমনী
পরনে রয়েছে ছেঁড়া ত্যানা,
এ কেবল তার গ্লানি
আমাদের
নয়?
অই যে যুবক, বেকারত্বে ভুগে
আত্মহনন বেছে নিল,
এ কেবল তার কষ্ট -
আমাদের
নয়?
অই যে শিশুটি
অনাহারে মারা গেল কাল,
এ কেবল তার ক্ষতি
আমাদের
নয়?
ওরা বুঝি আমাদের কেউ-ই নয়?
আমাদের পাশাপাশি
কিছুকাল ছিল
পরবাসী
হয়ে?
গভীর গোপনে
সে ছিল আমার
আঁধার রাতের আলো
তাকে দেখে বুঝি
লেগেছিল শুধু ভাল ?
আর কিছু নয় ?
চোখ ঠারে মন
নিবিড় ব্যাথায় হারালো যে
ধন
নিবিড় ব্যাথায় হারালো যে
ধন
জানি না আছে সে
কোথায় এখন?
মনে হয় আজ
হয়তো গোপনে
ছিল কিছু মনে
প্রকাশের দ্বিধা,
ঢেকে রেখে ছিল
ভিতরের যত চাপা ব্যাকুলতা
আজ শুধু জানি
রয়েছে সে মনে
গভীর গোপনে।
জীবনের গান
মৃত্যুই শেষ কথা
তারপর কিছু নেই আর
এই কথা বলে এক
সেয়ানা পাগল
করে দিয়ে গেল সব হিসাবের গোল
যতদিন বেঁচে আছ পৃথিবী তোমার
তারপরে কিছু স্মৃতি থাকে শুধু
আর কিছু থাকে নাকি
তার ?
তাই এত জীবনের কথা বলা
কবিতায় গানে বারবার |
বেঁচে থাকে যারা
তারাই তো জীবনের গান
গাইতে পারে
শব তা পারে না
অবশ্য সে কারও ধারও
ধারে না
জীবনের মতো সে তো বাধ্য
নয় কারও
মৃত্যুর পরে শুধু
থেকে যায় কিছু স্মৃতি তারও
সব স্মৃতি
মনে ধরে রাখা যায় নাতো কারও
কিছু স্মৃতি থাকে জাগরুক
মাঝে মাঝে মনে পড়ে
মনে পড়ে বার বারও |