রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

শিবাণী পাণ্ডে



শিবাণী পাণ্ডে

শেকল
বোরখাপরে  শামুখ হয়ে 
বেঁচে আছ শেকল নিয়ে
ভাববেযদি নিজের কথা
তলিয়ে যাবে যুগের পাঁকে

ষড়রিপুর  বেড়ার জালে
জ্বলবে  তুমি করুন  রসে
বছর  বছর   চুক্তি করে
রইবে তুমি  বৃত্তজালে
যেমন করে মধ্যযুগের
অাক্কা দেবী, সন্যসিনী
জড়িয়ে ছিল বেড়ার জালে৷৷




প্রেম

মীরাবাঈ এর প্রেমিক কৃষ্ণ 
জ্বলতেপারে  রাজপ্রাসাদে
কলির মোহন  ঘরে ঘরে
জ্বালিয়ে চলে ইরা মীরা দের

প্রেম না দয়া
প্রেমিকের যে হাতের খেলা
জ্বলার রসদ পেলে পরে
জ্বলে যেমন রাজপ্রাসাদে
তেমনি জ্বলে কুড়ের ঘরে

প্রেমের খেলায় যেমন কৃষ্ণ
মোহন তেমনি তারই পাশে
পার্থক্য এইযে  শুধু ,
কৃষ্ণ খেলে রাজপ্রাসাদে
মোহন খেলে মাটির ঘরে ৷৷





এক টাকার কবিতা

       ছন্দে  চলা
        ছন্দে  পাওয়া
        হারিয়ে গিয়ে
       ফিরে চাওয়া
        ছড়িয়ে থাকা
        দ্বন্দে পাও য়া
        চলার মাঝে
         সহজ  হওয়া
          যেতে যেতে
          খুঁজে পাওয়া
          
চিত্রকরের শ্রমের মূল্য
           একটাকাতে  বিকিয়ে যাওয়া ৷৷





শূন্য দৃষ্টি
   
টানা  চোখের  সহজ দৃষ্টি
সংস্কৃতির  রঙিন সৃস্টি
তুলির টানে রঙের কৃস্টি
ছড়িয়ে পরে অমর  সৃস্টি
চাষির চাষের শূন্য দৃস্টি
জমি ফেরায় পাথর বৃস্টি




স্রোতোস্বিনী সরস্বতী

নৈশব্দর কথা
নৈশব্দে  কথা
স্রোতস্বীনী সরস্বতী র কথা
থেমে  যাওয়া জলের
গর্ভ  থেকে উঠে আসা
গাঢ় নীল  রক্তে  ভেসে
হারিয়ে  যাওয়া  নদীর কথা
গঙ্গা  যমুনায়  লীন  হওয়ার কথা
অাদি মানবীর  অস্তি  কুন্ডলী থেকে ,
উঠে অাসা জ্বলন্থ  লাভার
অাগুন রঙের  সৌন্থর্যের  কথা
বৃস্টিতে  ভেজা  মাটির  কথা
নৈশব্দে  ভেজা
অাধুনিক  পৃথীবীতে
 নৈশব্দে পাওয়া
নেশব্দ কথা
ভেসেই চলে ভেসেই চলে ——