রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

হরিৎ বন্দ্যোপাধ্যায়


হরিৎ বন্দ্যোপাধ্যায়

পালিয়ে গিয়ে

পালিয়ে যেতে পারে না কেউ
পালিয়ে যাওয়া যায় না কখনও
যেখান থেকে পালানো ------ সেখানে দাঁড়িয়েই
শুরু হয় আর এক নতুন অধ্যায় ।





গল্পরা

গল্পরা কোনোদিন মরে না
মানুষ মরার আগে
গল্পরা অন্য মুখে চলে যায়
মানুষই তাদের যাওয়ার রাস্তা করে দেয় ।





সবুজে সবুজ বাঁচা

হোক না আকাশ
মেঘছায়া মেঘছায়া
তবু আজ ভালোবাসা তুমি লাল
তোমাকে জড়ালে
মেঘ ভেঙে গিয়ে রোদ
উষ্ণতা বুকে সবুজে সবুজ বাঁচা ।





তোমার কথা

কথারা দল বেঁধে এসে দাঁড়ালে
আমার সাদা পাতায় বৃষ্টি নামে
বৃষ্টি থামলে কথারা সুরে বেজে ওঠে
সবই বর্ষার গান নয়
কিছু গান পলাশের মতো লাল
দু' একটি শীতের গানও থাকে

সবই তোমার কথা ।





জানলার কথা

জানলা সারাক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে
রাতে চাঁদ উঠলে জানলা
আকাশের নামে গান গায়
তারারা বলে, কী অত আকাশ দেখো ?
জানলা বলে, একদিন পাখি হয়ে উড়ে যাব ।