শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

সুধাংশুরঞ্জন সাহা


সুধাংশুরঞ্জন সাহা

জীবন এক অসমাপ্ত পান্ডুলিপি

জীবনে নির্ধারিত বলে কিছু হয় না।
না ভালোবাসা, না অভিমান!
না বিলাস, না সন্ন্যাস, না আনন্দ!
না সুখ, না মনখারাপ, না বিপন্নতা!
আদতে জীবন এক অসমাপ্ত পান্ডুলিপি ...।







কান্না

কান্না জমে জমে মেঘ হলে
বেহালার করুণ ছড়ের টানে
খুঁজে পাই প্রতিবাদের সাহস,
আর জীবনের প্রখর রোদ্দুর।







অন্ধকার

অন্ধকার ঘাটতে ঘাটতে
একের পর এক তারিখ বদলে যায় অজান্তে ।
গ্রীষ্ম এসে আগুন ছড়ায়,
বর্ষা  জনজীবন ভাসায়,
আর শীত এসে কেড়ে নেয় গচ্ছিত উত্তাপ ।

বসন্ত চুপিচুপি জীবনের ধ্বংসস্তূপে বীজ ছড়ায়।
যদি অবশিষ্ট অরণ্য জেগে ওঠে এই অন্ধ সময়ে।






বাঁক

বাঁক ঘুরলেই
অচেনা গল্পের পথ শুরু।
অগুনতি পথ অগুনতি গল্প।
অনটনের গল্প, আলোর গল্প।
বরফের গল্প, পাথরের গল্প।
খাদের গল্প, ঝোরার গল্প।
এক পাহাড়ের রোদ আর
তার বিপরীত পাহাড়ের ছায়া
মিলেমিশে এক মায়াবী পৃথিবী!
বাঁকে বাঁকে তার বর্ণময় উচ্চারণ!







মলাট

চারিদিকে শুধু মলাটের ছড়াছড়ি।
কেবলই চড়া রঙের বিন্যাস।
রঙের নিচে যে অন্ধকার চাপা পড়ে আছে
তার হদিশ কে দেবে?
কে আঁকবে বর্ণমালার মনখারাপের যাপনচিত্র?
শুধু আনন্দ, উৎসবে ফুরিয়ে যাবে এ-জীবন!
প্রতিবাদে গর্জে উঠবে না কেউ
ভুরি ভুরি অত্যাচার আর অবিচারের বিরুদ্ধে?