শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

রাহুল গাঙ্গুলী


রাহুল গাঙ্গুলী

অ্যানার্কিস্ট ও আত্মকথন (১ম)

স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দিও ~ জামার বোতাম
জানি ______
এটাই আসলে আমাদের ভেতর ~ ৪র্থ বিশ্বযুদ্ধ
অস্ফুটে লতানো গাণিতিক
মুখোমুখি ~ ক্ষেত্রফল ছিঁড়েখুঁড়ে






অ্যানার্কিস্ট ও আত্মকথন (২য়)

আবারও ~ আরো ২-ফোঁটা সময় মেঘশরীর
ঠিকানাহীন অলিগলি______
ছুঁলেই গলে যাচ্ছে সাবমেরিন||জেট||বাষ্পীয় পোত
মৃতার বসত জুড়ে বোঁটায় কামড়
পিছুটান ~ অস্পৃশ্য যানজট






অ্যানার্কিস্ট ও আত্মকথন (৩য়)

ট্রিগারে আঙুল ছোঁয়ালেই ~ খুনি নও
যদিও হবার প্রবণতা স্রেফ
বিস্ফারণ-শর্ত মেনে, জমাতে পারো বিস্ফোরক
অপেক্ষায় ______
বোমাস্বপ্নের পিছল পথ







অ্যানার্কিস্ট ও আত্মকথন (৪র্থ)

বারান্দায় দলছুট ~ মেঘ ও মেঘান্তরের মেহকণা
লুকিয়ে ফেলছি নৈশব্দের জলমার্ক
যেখানে ______
লাটাইছোপী দেশলাইশরীর পুড়তে চায়
পোড়ার অপেক্ষা।চোখময় ~ রহস্যঘন ব্যতিক্রম