শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

সুলেখা সরকার


সুলেখা সরকার

মৃত্যু যেভাবে ডাকে

'বউ'
এক তীর্থস্থান এঁকে দিলে পায়ে।
আমি হাভাতার মতো খিদে গিলে খাই।
কতকাল অনাথ, পৃথিবীর অবৈধ সন্তান,
মৃত্যু ভেঙ্গে খেতে খেতে জড়িয়ে ধরি তোমায়।
যন্ত্রণায় সময় স্থির হলে,
ইচ্ছে ভরে রাখা যায় তোমার বুকে এইভেবে
চোখজল ছিটিয়ে দিই বৃষ্টির মতো।
সঙ্গম ঢাকা রাখি চাদরে।
তুমি আমার জাতীয় ভালোলাগা,
বোতাম খুললেই বেড়িয়ে আসা আস্ত আকাশ। তন্ময়তা।
ভাবনার যে রাস্তায় নিস্তব্ধতা হাঁটে,
নিঃসঙ্গতা নেমে আসে আত্মায়,
তাকে তোমার ছায়ায় ঘুম পাড়িয়ে
নিবিড় চুমু দিয়ে ডাকো ' বউ... '
আত্মার চোখে জল আসে।







শর্তহীন রতি

অতঃপর
খামখেয়ালি সূর্য অস্ত গেলে,
আটটি পুরোহিত গ্রহ চাঁদের স্লোগান নিয়ে,
ঢুকে পড়বে পাঁজর ভাঙ্গা ঋণের ভেতর।
নিদারুণ দুঃস্বপ্নে দেখবো একটি শর্তবিহীন রাত
গলে যাচ্ছে। গলে যাচ্ছে উজাড় রতিক্রিয়া।
ঐ চোখে বসে থাকা এই দু-টি চোখ।
পরস্পর খুলে রাখা শরীরের বসবাস শেষ হলে,
এক অপূর্ণ তৃপ্তি কার কাছে যাবে বলো?
কার কাছে তুমুল হয়ে উঠবে আবার?
যতটা দূরে যাও ততটাই নিঃশর্ত ভালোবাসি।
নিপুণ প্রতিযোগিতা নেই আমার।







সঙ্গম

হঠাৎ ফেলে আসা বৃষ্টিতে তোমার আদর
আড়মোড়া ভেঙ্গে সেজে উঠেছে সঙ্গমে।
একটি পৌরাণিক ছবি দেওয়ালে দুলছে অনেকক্ষণ।
যখন পারছিনা, তীক্ষ্ণতায় ক্ষিপ্ত হয়ে
শিরা-উপশিরায় বেঁধে ফেলছি পাহাড়।
তোমায় মুড়ে দিচ্ছি সম্পূর্ণ সবুজে।
সঙ্গমরেখা যেখানে শেষ হয় সেখানে ঈশ্বর-আল্লা,
সেখানে বৌদ্ধ-জৈন,
সেখানে এক জন্মের পর অন্য জন্ম।
সেখানে পাহলভি অনুবাদে ব্যস্ত সাসানি সম্রাট নওশের ওয়ান।
আঙুলের ওপর পঞ্চতন্ত্র।
এখন পদচিহ্নের ওপর ধূলোর সকাল।
ধান ধুয়ে তুলে রাখছি রোদে।
ঠোঁট থেকে সন্ধ্যা সরে গেলে
চেয়ারের ছায়ায় রাখা হবে প্রতিবিম্ব।
এসো ওজস্বল,
সম্পূর্ণ ভালোলাগার ভেতর দিয়ে গড়িয়ে এসে
শক্তিশূন্য করো আমায়।