শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

শ্রাবণী সিংহ



শ্রাবণী সিংহ


অন্য এক কুমোরপাড়া

যেতে যেতে অন্য এক কুমোরপাড়া...
মাথার ভেতরে কাদের এক শয়তান মাথাচাড়া দেয় কেবলি, বলে
মানুষের ঠাকুরগড়া যদি এতই সহজ হত!

ব্রাত্য খড়, অপমানে ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক, ওদিক
সবই যাবে  বিসর্জন একদিন
নদীমাতৃক জঠরে
এত এত কথার কাঠামো
গায়ে সন্দেহের মাটি লেপে
যদি উৎসে থাকে সন্দেহ ও অপ্রেমের বীজ।








 প্রয়োজন

অল্প কথায় গল্প বোনা।

প্রিয়জনের চাইতে প্রয়োজন যখন বেশি তোমার,
তুমি তাদের...
একদিন কারো ডাকে তাৎক্ষণিক  সাড়া দিও না। সেও ডাকবে না
অনেকদিন তোমাকে
ব্যক্তিগত অথবা সামূহিক স্বার্থে ...

এই বাহানায় ছুঁয়ে দেখো ইল্শে‌গুঁড়িতে চুপসে যাওয়া ভিজে জ্বালাতন
গরাদ-রঙের চুপকথাদের আর
অগ্রন্থিত কবিতায় তোমার যাবতীয় রক্তক্ষরণ!








জীবনবিষয়ক

শূন্যের উপর জায়নামা বিছানো...
জামগাছটার বেড়ে ওঠা দেখে মনেহয় একটানা শিশুকাল।।

হাততালি দিয়ে একদুপুর নির্জনতা খুন করি বলে
আমি আজ অপরাধী।

দগ্ধে দগ্ধে মনস্তাপ কুড়াই,
কবে যে বড় হব
বুঝে যাব বিরহ রাখার কৌশল
বন্ধক রেখে অযুত বেদনাকে
ভালোবেসে নিয়ে যাব সহর্ষ জীবন।