রিমি দে
খেলা
তৃতীয় মুখটির কাছে গিয়ে দাঁড়াই
কিছু কিছু চেনা মনে হয়
আরো কাছে যাই
উথলে ওঠে নদী ও প্রবাস
ঢেউ এসে মুখ ঢাকে সাদা কালো নিজের ভেতর
চিনচিন ব্যথা নিয়ে বুক ফেটে
বাধা দেয় অজানার বাকি
অজস্র মুখের কাছে আসলের খোঁজ
আমার ভিখিরিরা পাত্র হাতে ঘোরে
আসল নকল লুকোচুরি খেলে রামধনু রঙের উপর!
কবিতা
পাওয়া আর না পাওয়ার মাঝে
পান্ডুলিপি পা পাতে পাতার সবুজে
বিভাব কবিতা থেকে একটু একটু করে লবণ
মিশে যায় প্রতিটি পঙক্তির জলে
দুপুর গভীরের অন্ধকার খুলে খায়
সমুদ্র নড়েচড়ে শব্দহীন
পান্ডুলিপি পাশ ফিরে শোয় !
প্রেম
কিছুটা হাসি এঁকে রাখলাম অন্ধকার খাতায়
রেখাটি সাপ হয়ে ফণা নাড়াতে নাড়াতে
জঙ্গলে মিশে যায়
গৃহের টানে!