শীলা বিশ্বাস
বহুমুখী
আমার ভিতরে এতগুলো ভুলভুলাইয়া রাস্তা
আমিও কি ঠিক জানি কোন রাস্তা কোন
দিকে যায়!
সব রাস্তাই রোমে যায় কি?
সব রাস্তার শেষে তোমার দাঁড়িয়ে থাকা
অসম্ভব।
তাহলে বাকী সব রাস্তার শেষে কারা
দাঁড়িয়ে আছে!
একথা জানার আগেই জীবন ফুরিয়ে যায়...
আউট অফ রীচ
আট ফুট বাই আট ফুট আমাদের তিনজনের
একখানা ঘর ছিল
নিজের নিজের কাজ আর হাত ছোঁয়া দূরত্ব
ছিল
এখন তিনজনে তিনতলার ভিন্নতলের বাসিন্দা
নিজের নিজের কাজ, যোগাযোগের নম্বর
আর পরিসীমাও আছে
মুঠোফোন সত্যিটা জানে। আমরা সকলেই
আউট অফ রীচ
মনে পড়ে আট ফুট বাই আট ফুট আমাদের
তিনজনের একখানা ঘর ছিল
বনজ শ্লোক
কিউপিডের তিরের আগায় গোলাপ গুঁজে
রাখে তরুণ তরুশাখা
দাবানলের অভিসন্ধি ফাঁস করে দেয় বারুদ ঘাসের চিঠি
আলোআঁধারির পদাবলি লুকিয়ে রাখে গাছের
বাকলে বাকলে
মাথুর লগ্নের কান্না হয়ে শস্য বীজে
ঝরে মেঘলা বিষাদ
ভোর হলে বৃষ্টি ভেজা গালিচায় স্নানে
ব্যস্ত ফড়িং
অমলতাসের আলোয় দেখো অনাঘ্রাত সবুজ
সর্পিণী
প্রেমশূন্য কলসভাঙা বিপন্নতার দিনে
নীল যমুনার ঘাটে
বনজ শ্লোক বুনে দেয় জল পৃথিবীর চিরকালীন
শ্বেতপত্রে