অভিজিৎ পাল
অবহেলা
১.
ধারাবাহিক অবহেলার পর
তুমি আবার ফিরে আসো। তুমি স্বৈরিণী নও
অখণ্ড একক বহুগামী নারী
পৃথিবীর মতো অচিরপরিচিত
অনাদিকাল থেকে পবিত্রা..
২.
অন্ধকারে আমাদের দেশে
কৃষ্ণবর্ণা দাগের ওপর
নির্ভর করে কিছু কিছু কথা
অনন্ত দিগন্ত বেয়ে গড়িয়ে
নামতে নামতে ভীড়ের মধ্যে
হারিয়ে যায় বিতর্কিত আবেগের দল
সমস্ত গ্যালারি থেকে বের হয়ে এসে
ঘুমিয়ে যেও তুমি পড়ার টেবিলে
৩.
স্বর্ণালী আলোর ঝলকানিতে
চিহ্ন পেলাম তোমার অস্থিরতার
বাতাসে মিলিয়ে গেছ তুমি
আকাশে মিলিয়ে গেছ
ধুলো জমতে শুরু করেছে স্মৃতিতে
মৃত্যুর পর আর কিছু থাকে না
সেটি তোমায় বহুকাল ধরে
বোঝাতে পারিনি।