নাসির ওয়াদেন
আকাশ প্রদীপ
জ্বলি রাতে রঙিন কাগজ ঘিরে রাখে
দুমুঠো উঠোন জুড়ে থাকা প্রিয় আলো
আদর বিলোই চারহাত জুড়ে আমি
পাকা ধানে মই দেয়া বাকি
আলোক আলোর এই পথে মেশে
নির্মল নিশানা আনে অপার সৌন্দর্য
প্রদীপ তলে অবুঝ ভালবাসাডানা
স্বর্গেও ধান ভানে ঢেঁকি
তোমার শরীর কত রূপ, কত রঙে
হৃদয়ে হৃদয়ে ঝরা আলোর বন্যা
যে আকাশ জুড়ে বিশ্বাসের সেতু
ভাঙবে,তবু মচকাবে না, স্মৃতি
কত আলো, কী ধুমল বাতাসি গন্ধ
আলোর সুরে অহমিকা পুড়ে ছাই
বহু যুগ ধরে জ্বলে যে বিশ্বাসশিখা
আকাশ প্রদীপ জ্বলো, ছড়াক্ দ্যুতি
মায়া হরিণ
দিন হাঁটতে হাঁটতে চলে যায়
অন্য এক দিনের দিকে, নিঃশব্দে
দৌড়াতে দৌড়াতে সময় ক্লান্ত
ভাসে মায়া হরিণের খুরের শব্দে
পেছনে ফিরে দেখি কেউ তো নেই
যারা যারা পেছনে আসছিল
হয়ত তারাই এগিয়ে গেছে, অথবা
কোন এক আঁধার লুকিয়েছিল
জীবন মায়া হরিণের ছায়াগাছ
যেই ধরতে যাই, পিছলে চলে যায়
হাঁটলেই পেছনকে ধরে হাঁটে
ছুঁতে পারিনি কখনও সুন্দর মুখটাই
সন্ন্যাসদিন সন্ধ্যা নামলেই হয়ে পড়ে মৌন
সরল সত্যের চাপে বাকি কথা সবই গৌণ
নাবিক
জলস্রোত জোছনা লেগে থাকা হাসি
দিগন্তের ভাঁজে ভাঁজে করুণার চাঁদ
বাতাস সান্নিধ্য চায় সহ্যের ক্ষেতে
একাকী আকাশ জুড়ে শুধু স্বাদ,বিস্বাদ
চলে যাই অনন্তের ভাঙাগড়া স্রোতে
যেখানে ইচ্ছেবৃষ্টি ধূসর হয়ে নামে
আমার কলজে বনে ফোঁটা আগুনফুল
ফুলে ফুলে ঢেউ জাগে নাবিকের ঘামে
ভোরের কাগজে জেগে থাকে স্মৃতি, উচ্ছ্বাস
জাহাজের হাল ছাড়া নিয়তির মুক্ত বাতাস
------