আবদুস সালাম
সুধা সঙ্গ
যুবতি দেহে খেলা করে অজস্র সাহিত্য
কামাতুর পুরুষ গন্ধ পায় উচ্ছ্বাসের
বালিকা দেহে ঝুলে আছে রমনসুধাআদর
ভ্রষ্টতা ভেসে যায় চুম্বনের স্রোতে
ক্রমশ ডুবে যায় যুবতি শরীরে
ভেঙে যায় বাঁধ
আবদ্ধ হয় প্রশান্তির বাহুমুলোই
শরীরের সামিয়ানায় টাঙানো উথাল পাথাল আদর
একটা ইতিহাস হবে বলে বার বার নির্মান
ভাঙি ।
উপত্যকায় রঙিন মেঘ
উপত্যকায় রঙিন মেঘ
ভালোবাসার তুমুল বন্ধনে জোছনা গড়াগড়ি খায়
ভেঙে যাক সন্যাসি ব্রত
সৃষ্টির মহিমা লুটে পুটে
নিবো
শরীরের সুঢৌল উপত্যকা বেয়ে নামে
জোছনা
চন্দ্রাকার নাভিতে উপচে পড়ে আদর
ভেসে যায় খাট বিছানা চাদর
নারী কথা
শুরু হয় নিঃস্বার্থ প্রতিশ্রুতির
বর্ষণ
আজীবন সুখী রাখার দীর্ঘআশ্বাস ডানা
মেলে
সোহাগে সোহাগে বক্ষ দেশ মথিত হয়
ঝড় ওঠে তেপান্তরে
শিহরণ জেগে ওঠে নিষিদ্ধ আঙিনায়
বিনম্র যন্ত্রণা গুলো গিলে নেয়
চাতক
বাজে নিষিদ্ধ প্রহরের গান
রক্তাক্ত সূর্য উথলে ওঠে
শুরু হয় নারী জীবন