বুধবার, ২১ আগস্ট, ২০১৯

সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

কনডোম কই ?

আরে সব বাজে কথা,

ভালোবাসা বলে আসলে কিছু নেই !



ভাদ্র মাসের বিদায় বেলায়,

ভারী বৃষ্টিতে ঝমঝমিয়ে দুটি যৌবন মিল খুঁজছে ।



গাঁটছড়া খুলেছে গতকাল

পরেরদিন যৌনতাকে কাছে ডাকা

দুরন্ত ভালোলাগা হয়ে ওঠে সুখের মিলন সাগর।



পাহাড়ী নদীর জল হয়ে

ভিজিয়ে দিয়েছে মেয়েটার খরা

মেয়েটা খালি ঘোমটা তুলে বলছে

কনডোম কই ?








যৌনতায় ধর্মঘট

টিমটিমে আলোয় মায়াবী রাত

আর তোমার উন্মুক্ত যৌবনের স্পর্শের সব এতোই নতুন

তাই জানালা দরজা বন্ধই থাকে।

মনে ভরে না তবু

তারপর বেশ কিছুদিন চুপচাপ

একদিন সন্ধ্যেবেলায় দেখি জানালা খোলা

এক মিষ্টি হাওয়া নতুন বীজের গন্ধ নিয়ে এসেছে

খোলা জানালা দিয়ে হু হু করা বাতাসের প্রবেশ

নিয়ে এসেছে বার্তা দিয়েছে ডাক যৌনতায় ধর্মঘটের।








যৌনতার মহামিলন স্রোত

তখন ছিলো না কেউ,
শুধুই ছিলো তোর আর আমার হৃদির ঢেউ,
আর ছিল ভরা বসন্তের সুবাস-
শুধু ঝর্ণার জলে মনের ভেজার আশ্বাস।


ছিলো শুধু সবুজের ছিটে মনের সাথে,
মরুভূমির রুক্ষতায় মনের বৃষ্টির বারি হাতে-
তুই দিয়েছিলি আমায় তোর স্পর্শে আবেগের সংবাদ।


এবারেও যদি হয় অপূর্ণ হয় আমার সব,
যাবো মহাকাশে ভেসে অনেকটা পথ...
জানি হয়তো সহস্র যোজন দূরে-
কোনো এক নতুন পৃথিবী অপেক্ষায় আছে,
শপথ নেবো সেখানে

মিলবো দুজনে আবার মিলন স্রোতে।


তাই অপেক্ষায় নব জন্মের..গ্ৰহ হতে গ্ৰহান্তরে,
থাকবে এবার শুধুই দুজনার সন্তর্পনে সন্তরণ

এক নিরিবিলি কোথাও যৌনতার মহামিলনে ।