বুধবার, ২১ আগস্ট, ২০১৯

শাহানারা ঝরনা


শাহানারা ঝরনা

ফিরে দেখা

অনুভূতির সুতোয় বুনে উন্নয়ন কলাকৌশল
একদিন আমিও কি নীতিভ্রষ্ট হবো? 
ধৃষ্টতা আমাকে ছোঁবে, মানবিরোধী সামিয়ানা
টাঙাবে কিশোরী রাত  কিংবা জোছনা বধূ।

নিরঙ্কুশ বেদনাগাথা নিয়ে আমার দিন পল্লবিত হয়।
কুসুমকুসুম  মন্ত্র পড়ে কেউ আটপৌরে চোখে জাগায়
নোংরামির কামনাধারা, শেকলে বেঁধে নেয়
কূচর্যার বিভ্রান্তি কিংবা নষ্ট মানবতা।

ঈশানকোণে মেঘ,  নৈঋতে তীব্র বাতাস,,
বাতাসে ঝুলন বেঁধে বিষাদের স্বরলিপি সাজাই
সোহাগের সিঁদুরকৌটো ভেঙে  খানখান,
ভাঙে স্বপ্ন, ছেঁড়ে কল্পনার রশি

রশিও কি যৌনতা চিনে ধর্ষক হয়েছে আজ?
তাই কি পালাকার, গায়েনের মতো
কেউ আর গায় না শুদ্ধ ভাষাগীতি?  ঘরে  পথে ঘাটে   
কেবলি সহিংসতা আর যৌনতার বিকৃত রূপ ।

ভালোবেসে কে কবে পরান বেঁধেছিল,
কেই বা পান্না ভেবে মুক্তো খুঁজেছিল,
 সে সব ভুলে আজ ভোগবাদী নস্যি নাকে
কোলাজ করছি শতায়ু দৃশ্যাবলী !

দৃশ্যের ভেতর বাহির কাঁটা আর কুটিলতার
বিষাক্ত ফণা।  ঋদ্ধ হয় না ভালোবাসা প্রেম,
শিশু কিশোরী,মধ্যবয়েসী নারী এবং অকাল বৃদ্ধাও
এখন ধর্ষণাতঙ্ক রোগের  নির্মম শিকার।

অনৈতিক রূঢ়তার এ কেমন মহামারি হায়!! 
সন্ত্রস্ত  মনন নিয়ে কেবলি অস্থিরতায় ভুগি, !!
নারী নয় ----
এ যেন সভ্যতারই কাটাচেরা শরীর বারবার ফিরে দেখা !!







স্বপ্ন চিঠি

বৃষ্টি এলেই জল ছুঁয়ে দেয় মনের বাড়ি
স্বপ্নচিঠি দেবে কি আজ মনপূজারি  ?
বুঝবে কি সে মন হৃদয়ের নীরব ভাষা
তাঁর কাছে কি করবো কোন  সুখ প্রত্যাশা?

পুকুরজুড়ে বৃষ্টি ফোটা জল টলোমল
অন্ধ বধূর কষ্ট ব্যথায় চোখ ছলোছল
ফুলবাতাসে  আঁচল ওড়ে পড়শি হাসে
সেও কি তাঁকে একটু হলেও ভালোবাসে?

ভালোবাসার নিয়ম এখন করুণ কাতর
দানবগুলোর মন ও মনন শক্ত পাথর 
রাস্তাঘাটে বাইরে ঘরে বাধার দেয়াল
নষ্টামিতেই আজ সবারই বড্ড খেয়াল
শুদ্ধতা নেই,কেউ বোঝে না প্রেমটা যে কী!
 যৌনতাতেই প্রেমকে তাঁরা করছে মেকি
 হয়ে সবাই বিবেকহারা  পশুর মতো 
হিংস্রতায় নারীর শরীর করছে ক্ষত      
প্রেমের সোহাগ,শুচি আদর নেইকো তাতে
 ফুলকুড়িকে ছিঁড়ছে করুণ পদাঘাতে ।

স্বপ্নচিঠি সত্যি কি আজ আসবে উড়ে?
সপ্ত আকাশ, রূপকথা দেশ ঘুরেঘুরে   
রাখবো তাকে মন পূজারির  আসনতলে
সেই চিঠি কি শুদ্ধ হবে ---বরষা জলে???  

চিঠি যদি হতো কোন পীর --'কেতাবি '    
হয়তো-বা সেও পেয়ে যেতো বীর খেতাবই
নষ্ট বোধের ঘরে দিতো আগুন জ্বেলে
ফুলকুঁড়িদল উড়তো সুখে পাখনা মেলে!!








অনুমিতা, তোমার জন্য

আলতা নূপুরে মোড়ানো দু"খানি পা তোমার
ভিজিও না নোংরা কাদাজলে
অনুমিতা, দেবতার দেউলে কেন ভুল থালায়
প্রসাদ সাজাও?  দেবতাও ছেড়েছে আজ সেকেলে রীতিনীতি! 
সভ্যতার বিলাসী মহলে সেও তো সাজাতে জানে নয়নতারা ফুলদানি। ইচ্ছে হলেই আবার তা বদলেও ফেলে।
শতাব্দীর আয়ুরেখা ছুঁয়ে যাঁরা নিয়েছে সর্বোচ্চ ডিগ্রী, তাঁরাও শেখেনি বুননচর্চার ইতিহাস,
জানে না যৌনবিদ্যার শিল্পীত কলাকৌশল  
অথচ কিছু নিরীহ শব্দপূজক তোমার জন্য
অকুতোভয় কাব্য সাজায়, কখনো বা উর্বরা করে মিনতির আবহাওয়া অধিদপ্তর।
 আমরাও নিঃসঙ্গ দিনের ভেতর হলুদিয়া স্বপ্ন সাজিয়ে বুকে ধারণ করি নৈবেদ্যবিকেল
তাতে কোন লাভ হয়না,  নারীলোভী মানুষগুলো
শরীরী ভাষা না বুঝেই লোভাতুর হয়,  বিবেক পুড়িয়ে নষ্টামির আগুন জ্বালে বিশ্বজুড়ে
দূর্নীতির আখড়ায় শুধু নোংরামির নৃশংসতা !
তবুও আশায় আছি --
অনুমিতা, আলতা নূপুরে মোড়ানো  দু'খানি পা তোমার,যেন আর না ভেজে ধর্ষকের লোভের জলে !