ঝুমা মল্লিক
এসো শ্যামল সুন্দর
ভালোবাসি, হ্যাঁ
ভীষণ ইচ্ছে করে
শব্দের সুরে ভাসতে।
তেমনি ছিল সে বেলা।
ক্লান্ত শরীর,ইচ্ছে
নেই কোন কাজে ।
ঘুমিয়ে আছি ,একলা
বেলা।
এক পুরুষ শরীর একটু একটু করে
এগিয়ে আসে বুকের মাঝে।
জড়িয়ে ধরে এক নজরে।
কোন মায়াবী শক্তির সাথে যদিও।
শরীর তাপমাত্রা বাড়ছে ।
ঠোঁটে ঠোঁট রেখে এগিয়ে আসে।
শরীর ঢাকে শরীর।
আদরের ভঙ্গিমায় আকৃষ্ট করে
সর্বাঙ্গ।
একটু একটু করে চুইয়ে পরে বৃষ্টি।
কত কঠিন মেঘ নিমেষে হারিয়ে যায়।
হ্যাঁ,এসব
যদিও দিবা স্বপ্ন। ফুলের গন্ধ।
একদিন
একদিন ফিরে এসেছিল,কারণে
অকারণে।
বলেছিল সব।যা ছিল বারণ।
ফিরে এসে ছিল যেদিন,বলেছিল
প্রয়োজন।
প্রেমিক,তখন
সদ্য ভালোবাসবে,তার বউকে।
হ্যাঁ ভালোবেসেছিল ভীষণ। প্রয়োজন
ছিল।
ফুল সজ্জার দিনে ছুঁয়ে ছিল জমি।
রাত কেটে ছিল ভালো দেখেছিলাম আমি।
তারপর আরো কত রাত এমনি।
নগ্ন শরীরে কাটিয়েছে রাত । কঠিন
তাপমাত্রা।
নগ্ন শরীর স্নান করেছে,নরম
তাপমাত্রা।
ভালোবেসে আগলে রেখেছে বুকে। বলেছিল
সে।
আমি এখন নদী। ইচ্ছে মতো বইতে পারি।
সবকিছু মিলিয়ে দিতে পারি।
সহজ কথা বুঝতে পারি।
আমি এখন নদী।
নষ্ট মেয়ে
তিন রাস্তার মোড়ে মেয়েটি দাঁড়িয়ে।
রাত্রি অনেক হয়েছে। বাবুদের
অপেক্ষা।
শরীরে যন্ত্রণা ছুঁয়ে আছে। তবুও
চাই খদ্দের।
মেয়েটি রঙিন শাড়ি,গাড়ো
লিপস্টিকে।
গতরাতে বাবুর দেওয়া নখের আঁচড় ।
ঠোঁটে রক্তের খেলা। যৌন নির্যাতন
সব লুকিয়ে।
দাঁড়িয়ে আছে ,আবার
নতুন কোন শোকের জন্য।
বাবুরা তাকে ইচ্ছে মতো আদর করবে।
আতর ছড়িয়ে দেবে নাভির তলদেশে।
শরীর ছুঁয়ে দেখবে মনমতো।
অর্থের মাপমতো চলবে ধর্ষণ ক্রিয়া।
প্রয়োজন ফুরিয়ে গেলে ফেলে দেবে
মাটিতে।
মেয়ে টি আবার দাঁড়াবে। সোজা হয়
দাঁড়াবে।