মন্দিরা ঘোষ
যৌনতা বিষয়ক
ঢেউয়ের গায়ে একটি রোদপেন্সিল
এঁকে চলেছে রুপোলী সিঁড়ি
যেটি ধীরে ধীরে ছুঁয়ে ফেলছে
জলের খাজুরাহো
অন্ধকার নামলে বিরহ আঁকা নৌকোটি
গভীরের দিকে যাবে
খুব সকালে ফিরে আসবে
নৌকো ভর্তি শিউলিফুল নিয়ে
এরকম ভাবতে ভাবতে
তীরে একা ফেলে রেখে
উড়ে যায় দুটি ভিজে চোখ
আগুনের উল্কি
১.
ধুলো রঙের দুনিঘর
অলীক সংকেতের ধোঁয়াপালক
অস্থিরতা ছিঁড়ে আগুনের
উল্কি ভেসে উঠছে
তলপেট জুড়ে
২.
বাহুল্য নামিয়ে রেখে
মুখোমুখি বসবাস
ঝুরো ঝুরো বাউলতত্ত্ব
দোতারায় অধিবাসের বাস
অকারণ বসাটি পাশ ফেরে
অকারণ কথা হারায়
৩.
জিবের করাত জালে
জোনাকি আগুন
অভিযোগহীন দ্রাঘিমাঘর
ঝিল্লিবনে পিছল শব্দরা
তরল জ্যোৎস্নায় মাখামাখি
এক্কাদোক্কা জীবন
ভাসুক ভ্রমণ
ঝুঁকে পড়ে মেঘ নাকি জোনাকির গান
,ঝুঁকে পড়ে থমথমে মায়াবী নিঝুম
মুখে চোখে মেখে নাও লালন আগুন
ঝুঁকে পড় রাত তুমি ঠোঁটে রাখো ঘুম
ঝুঁকে পড়ে লালা আর চেতনা প্রবল
মুঠোভরা সুখ নাকি অসুখের ঘাম
ছুঁতে চাই ছুঁতে চায় অঘোর জীবন
নামো আরো নামো ঠোঁট ভাসুক ভ্রমণ