শর্মিষ্ঠা বিশ্বাস
অন্তরালের পেছনে
ভাঙা বজরা, ভেড়ার
চামড়ার বদলে
কে নেবেন আপেল...
উত্তাপ ছড়িয়ে
দিয়ে কোনারকের দেওয়াল চিত্র
সুূর্যমুখে কাত
হয়ে শুতেই
যৌন জল মেশানো
ঢেউ পাড় ভাঙলো।
কি অপার আনন্দে
মাতৃভূমিতে মাছ
হয়ে জলকেলি করছি।
কাঁচামাল
হাঁস আর শজারু
সজোরে পরস্পর!!
ডাঙার উপরকে চুম্বন করছে
মাটির গন্ধের
রাসপূর্ণিমার চাঁদ।
চঞ্চুতে চঞ্চুতে
বর্ষার ময়ুর ময়ূরীর
অঘোষিত যুদ্ধতে
পৃথিবীর অরণ্যের ভেতরে
ঘর গৃহস্থালি
সবুজ হয়ে উঠছে!
হাঁসজারু ঘাসের
বুকে জমানো অতীতের দরজায়
কড়া নাড়ছে
আদিরসাত্মক কাব্যের কাঁচামাল।
লাল বাক্স
সন্ধান করছি একটি
পোস্ট অফিসের লাল বাক্সকে।
বাক্স কমে, বাক্স
বেড়ে ওঠে, ফুলে ওঠে!
সিজারিয়ান
অপারেশনের জন্য
কতোদিন প্রসব
যন্ত্রণা দেখিনি!!