কাকলি মান্না
কাকলি মান্না
বাঁধন ভাঙা শরীরে শরীর
ঠোঁট ছোঁয়া নির্ভুল উত্তাপ
দংশন আগুন জ্বালা
প্রবল বেগ প্লাবিত চরাচর
জরায়ু ছিঁড়ে বিদ্যুত চকমকি
জড়িয়ে ধর প্রত্যয়
তুমি মুঠোয় ধর বীরত্ব
তিন ইঞ্চি খালে যায় ডুবে
সাড়ে তিন হাত নৌকা
সীমান্তে যে রক্ত তিলক
ও তোমারই জয়ের টিকা
জেহাদী
ঘুমিয়ে পড়ার আগে ঘুমের শরীর বেয়ে
নেমে আসে অসমাপ্ত অস্থি ।
জ্যোৎস্না মাখা চরাচরে নিষেধের
বেড়াজাল ।
কোথাও আগুন জ্বলছে
পুড়ছে জোনাকি রঙে ঝিলমিল কিছু
স্বপ্ন,
ঠোঁট শুষে নিচ্ছে যাবতীয় কল্পিত
সুখানুভূতি
ঘুমিয়ে পড়ার আগে ।
ভালোবাসা একটা মিথ
ভালোবাসা একটা মিথ
কিছু তকমা লাগান স্বীকৃতি পেতে
দীর্ঘ হাঁটা সময়
আনত দৃষ্টি ঢেকে রাখা উষ্ণতা খুলে
ফেলে
শরীরের ক্লিভেজ বেয়ে
নাভি মুলে জড়ানো ভ্রমণ
নদী পাড়ে আকুতি স্তূপীকৃত.
দ্রুত আরো চলে মিলিত সঙ্গম
বাতাসে শীৎকার যন্ত্রণার দহন
নির্বাক নির্বোধ মন চোখ খুলে দেখে
এক মুঠো আলোয় ভরা
চোখোর কোন
গড়িয়ে যায় বেলা
পৃথিবীর জারিত ক্ষণ