বুধবার, ২১ আগস্ট, ২০১৯

শর্মিষ্ঠা ঘোষ


শর্মিষ্ঠা ঘোষ

তারপর

তারপর? কি লিখেছে ঠোঁট? তারপর? ডুবজলে স্নান? 
তারপর কতটুকু ছোঁয়া? তৃষ্ণায় অকালবোধন?
তারপর উজানের দিকে নেগেটিভে পাবে না রেহাই
আরো আরো ঢেউ ভেঙে যাব আরো বেশি তোমার লগন
ঝিনুকের খোলে আলবেলা বিষাদের কণা বালি রেখো
মুক্তোর আদর ঝিলিক দোটানায় আরো দ্যুতিময়
ফের পথে ঝকমকে পুতি কাচ গুঁড়ো রক্ত শোষক
এক টানে জল হয়ে যাওয়া বয়ে যাওয়া তুমি মোহনায়
পাপ কথা সাফ সাফ শোনো পাদ্রির ভূমিকা মহান
তুমি আমি মন টন খুঁড়ে চোখে চোখে ক্রমশ তাকাই
খাল খিঁচে নুন ঝালে মাখো বাগদেবী আদরের বশ
জানগুরু চুম্বকে টানো ফিরে ফিরে ঘুর পথে যাই
ফেড হলো গদ্যের রোল যা যা বলি সব নাকি ভুল
গরমিলে ঠিক চাওয়া এক তুমি জানো আমি মানি সেই








অবাধ্য হবো না

মাথা খারাপ? আপেল আমি সহজে খাচ্ছি না
একবার কামড়েই কিলবিলে পোকার উৎপাত
মাথা খেলো, চোখ খেলো, চেটে চেটে ডেনড্রন সাফ
তার চেয়ে এই ভালো, ফল শেপে শরীরের ডাক
চেরি কুঞ্জে গুঞ্জে অলি মধু খায় সাজগোজ করে
বেলা গেল, লাল হল, তোল তোল ঝাঁপি ডালি ভরে
তারপর? টপিং এর পালা, কেকে আর সুরভিত ক্রিমে
দিভা রূপ সুপার মডেল বিজ্ঞাপনী ওষ্ঠে ছোঁয়ালো
আহ্লাদী স্ট্রবেরিরা, জুস হোক টুসটুসে স্তনের আগায়
আলতুসি লালুগলু অনাদরে টিকে থাকা দায়
প্রলুব্ধ করাই সার, একে নিয়ে মিথ নেই কোন
জোকস আছে পুরুষালি আমোদিত রবার বেলুনে
সাইট্রাস ফল মানে জ্বর জারে আধা মেডিসিন
টমেটো লালাভ গালে তোর ঠোঁট ডালিমের দানা
এই জ্বর মেরে মরে দুজনেরই আঁতাতে রসালো
কাম বল রাম রাম আমি কিছু বুঝেও বুঝিনা
আজ সব লালে লাল আর কিছু ভুলেও খাব না
এক বার বার বার ত্রিসীমানা ঘুরঘুর খালি
তুমি খাও যত খুশি ছাট কাটো  আমাকেও দাও
আমি তো নিতান্ত 'সু',  অবাধ্য কদাপি হবো না







ছিপ

ছিপ হাতে বুড়ো ভাম বসে
বোজা চোখ মৌতাতে ঝুম
অম্বুরি মাংসের ঝাঁজে
ফুলকলি স্রেফ গুমখুন
তিন কুলে ছিপ গেঁথে তোলা
পিঞ্জরে তুলতুলে নারী
ফুলকলি লালারসে ভেজা
দাঁত নেই আক্কেল ভারি
টসটসে লোভে ভরা ছিপ
চামড়ায় নান রুটি বাস
তন্দুরে আহ্লাদী নাচে
আয় মেয়ে, প্রাণভরে নাচ
বড়শিতে মাংসের টোপ
ফাতনায় ভাসে কামজ্বর
মেয়ে মাটি, মাটি নারী জ্ঞানে
মেয়ে ধরে নয়া অবতার