সুতনু হালদার
মোহিনী
(১)
যখন বর্ষার কথা মনে পড়ে
ঠিক তখনই অবচেতনে মেঘের আস্তারণ
কীপ্যাডের প্লেকটোনিক
বৃষ্টিকণাগুলোকে
ক্রুশবিদ্ধ করে তোলে! বাতাসের
নান্দনিকতায়
জ্বলে ওঠে কামার্ত অটোজম...
আসল বৃষ্টিরা ক্রোমোজমে মিশে
থাকে
(২)
পলেস্তারায় জলীয় দ্রবণ
আমদের জলজ সত্তার আলিঙ্গন
চৌম্বকীয় আমেজে সমস্ত তন্ত্রে
ব্যাপনশীল
মানুষ গিনিপিগের আকারে দিগন্তরেখা
অতিক্রম করতে গিয়ে খুঁজে পায়
পাতলা বাতাসে অরক্ষণীয়া বৃষ্টিকণা!
আমাদের জীবন সাঁতার কাটে ওই দিগন্তরেখায়
(৩)
জীবনের দেশলাই কাঠিগুলো
জারজ বারুদের আস্তাবলে মিশে থাকে
মেঘের ফেনায়; মনের
গভীরে যে বর্ষা থাকে
চোখের ক্ষেত্রে তাই বৃষ্টিপাত, আমরা
প্রত্যেকেই
জুয়াড়ির শ্বাসমূল নিয়ে বেঁচে থাকি!
গা জোয়ারি শ্রাবণ যখন আষাঢ়ের অভিমুখে...
ক্রোধী ফসফরাসের অবগুণ্ঠন খুলতে
বৃষ্টিদের মোহিনী নার্সের ভূমিকায়
অবতীর্ণ হওয়া ছাড়া গতি থাকে না