হীরক বন্দ্যোপাধ্যায়
দূরের বর্ষা
দূরের বর্ষা তুমি,তুমি
এসে জানলায় দাঁড়ালে
জানলাও অসাড় নয়
অসাড় শুধু মাত্র ভিজে যাওয়া টুকু
ভিজে ভিজে কতবার বৃষ্টি হয়েছি
দেখেছি বৃষ্টির চলে যাওয়া দিন
যাওয়া যে এতো ই কঠিন
পাওয়ার চেয়েও তার তীব্র অভিলাষা
এবার সে তীব্র বারিধারা ম্লান হয়ে
এলো
ম্লান হলো ঝরঝর ঝরে যাওয়া আলো
তবু মানুষ বোঝেনা ,শুধু
প্রকৃতির ডাকে
সমস্ত পোশাক খুলে, চেনা
যায় তাকে
ভিজে কাক
অদূরে বাইশে শ্রাবণ
একটা কাক ভিজছে
একদিন সে ময়ূর হয়েছিল
তারপর পেখম তুলে ...কী আনন্দ ..কী
আনন্দ...
নেচে ছিল আত্মহারা
আজ ভিজছে আরেকজন
গাছের নিচে দাঁড়িয়ে, বাড়ি
ঘর উঠোন পেরিয়ে
গভীর রাতে সেও একলা
আর এদিকে পড়ছে তো পড়ছে ই
ঝির ঝির ঝর ঝর
তার মধ্যে এত জ্যোৎস্না উঠেছে কখন
খেয়ালই করেনি...
মেঘমালা
কেবলই হোচট খাচ্ছি
লুন্ঠনপীড়িত এই জনপদে
অনেকটা কোলাজের মতো
বর্ষার অভিষেকে মেঘমালা যেমন
অনেকটাই সুপ্ত...