সলিল মজুমদার
রোদ ছায়া
ছেলেটির অলৌকিক ব্যাপার বলে কিছু
নেই
তারপর ও ক্যানভাসে সে ঝড় তোলে
বৃষ্টি ঝড়ায়।
বাইরে তখন রোদ ছায়া খেলা করে।
দূষণের এই শহরে
দূষণের এই শহরে
তোমার শব্দ দূষণ
ভালো লাগে ভীষণ
হোক আওয়াজ
চারদিক
পড়ুক বাজ
বৃষ্টির বাণে
ভেসে যাওয়া চেতনায়
এক দুই তিন চারেক.............
শূন্য ফুটপাত
একটি খবর
আরেকটি খবরকে
গুম করে ফেলে
সময়ের ব্যবধানে।
এ যেমন
গুম হয়ে যায়
বর্ষবরণ শেষে
পুতুল, মুখোশগুলোর
খবর,
বর্ষা শেষে
হাওরের পানির খবর,
শরৎ শেষে
কাশফুলের খবর,
গুম হয়ে যায়
এভাবে এক একটি খবর।
কখনো গাড়ির চাকা দিয়ে
পিশে চলে যায়,
কখনো লাইসেন্স করা অস্ত্র দিয়ে
রক্তাক্ত করে,
কখনো পেট্রোল বোমা ছুঁড়ে,
গলায় ছুরি চালিয়ে,
কখনো বা পুরুষাঙ্গ দিয়ে ধর্ষণ করে
একটি ঘটনা
আরেকটি ঘটনাকে গুম করে ফেলে।
আর আমরা
সব ভুলে যায়
সময়ের ব্যবধানে।
এ যেমন
আমার তারুণ্য
গুম করে ফেলেছে
আমার শৈশব,
আর বার্ধক্য
গুম করে ফলবে
আমার তারুণ্য।
সময়ের ব্যবধানে
রাত হয়ে যায় দিন
আর দিন হয়ে যায় রাত
শূণ্য ফুটপাত।।