শুক্রবার, ২১ জুন, ২০১৯

সোমা রায়


সোমা রায়

বর্ষামাদল

প্রাকবর্ষা

আসছি আসব ভাব
কখনো দু এক পশলা
ভিজিয়ে দিয়ে যায়
পরদিন আবার যে কে সেই
গুমোট গরমে নাভিশ্বাস
পচে যাওয়া ফল
টকে যাওয়া ভাত তরকারি
সম্পর্ক কথার খেলাপ

ভরা বর্ষায় বন্দী গৃহবাস
অবিরল বর্ষণের মাঝে
একটু অবকাশ
প্রেমের প্রথম ধাপ
জলভরা খেতে বীজধান
হুহু বেড়ে সবুজে সবুজ

বর্ষা যাইযাই সময়ে
আসে অসুরবিনাশিনী দুর্গা
মৃত প্রেম মৃত সম্পর্ক
দশেরায় বাজায় মাদল








মেঘমাতাল

ছায়ারা ঘিরেছে আকাশ
থমথম নিসর্গ হাসিকান্নায়
গুনছে প্রহর
নারকেল পাতার ঝরঝর
আসন্ন বৃষ্টির উল্লাসে অধীর
সহসা মেঘের ডমরু
বাজায় মাদল
দিকবিদিক পাগলা হাওয়ায়
এলোমেলো মন
এলোমেলো বেশ
ছাতের রেলিঙে হেলান মনটাকে
কিছুতেই বাগে আনা যায় না
হঠাৎ ধুলোর ওড়না
মুখে মাথায় ঝাপট লাগায়
মনকে ধরার আগেই
রিমঝিম রিমঝিম রিমঝিম







ছায়া ও কায়া

ঝোড়ো হাওয়া
উড়ন্ত খড়কুটো
দমকা শীতলতা
নিমেষে হাওয়া মনখারাপ

ঝরো ঝরো বৃষ্টির ছাঁট
গায়ে মাথায়
ছড়িয়ে পড়া
হিসেবনিকাশ

বর্ষণশেষে লোডশেডিং সোঁদাগন্ধ
বহুদিন পর ছেঁড়ামেঘের আড়ালে চাঁদ
মুখোমুখি ছায়া ও কায়া
বহুদিন পর