শুক্রবার, ২১ জুন, ২০১৯

নাসির ওয়াদেন


নাসির ওয়াদেন

অনুভূতির বৃষ্টি

  বৃষ্টি ।  অনুভূতির বৃষ্টি ।
  বৃষ্টি পড়ছে । চমকাচ্ছে বৃষ্টির চাবুক ।
  রক্তস্রোতে বইছে বিদ্বেষ, জিঘাংসা।
  বাইরে অন্ধকারের গন্ধ, বিদ্রূপের ছাট।

এক পথ অন্য পথে যুদ্ধ ঘোষণা করছে

  বৃষ্টির অপর নাম ইলোপ ।
  এখন রাধা নেই, কামিনী আছে,
  সংগ্রাম নেই, ষড়যন্ত্র আছে,
  আগুন নেই, তাপ-উত্তাপ বইছে ।

স্বপ্নের বৃষ্টিই ধুয়ে মুছে দিতে পারে কালিমা,
আমাদের অঙ্গের অসন্তোষের আলখাল্লা,
চাই শুধুই
এক অখণ্ড ভারতবর্ষে বৃষ্টির সহানুভূতি ।
                   






                 
স্বতরূপা

মেঘ উড়ে উড়ে আসে আমাদের ছিন্ন কুটিরে
বর্ষণমুখর রাত জেগে থাকে শিয়রে
মায়ের হাতদুটো শিরোপরে
ক্ষুধার্ত শিশুর পেটে জ্বলে আগুনশিখা

পরকীয়া রাত জাগে, পিচ্ছিল রাত
প্রেম গান গাইছে বৃষ্টির ধারাপাত
সংসারে জাগে আঘাত -প্রত্যাঘাত
দোলাচল জীবন, বাঁচার তীব্র আকাঙ্ক্ষা

নিজ পাঁজর কেটে পুরুষ নিয়ে এলো স্বতরূপা
আষাঢ়ী আঁধার ধরে হাত দুখিনীর, লাঞ্ছিতার

              





এ যুগের আষাঢ়

এ আষাঢ় বুক ভরে শ্বাস নেয়, শূন্য শ্বাস
চারিদিকে অন্ধকার শুধু, অস্ত্রের ঝলকানি
পথ থমকে যায় বিবস্ত্র ধুলোর সংসারে
মানুষ মানুষের বড় ভয় , শুধুই অবিশ্বাস,,,

বিদ্যুতপ্রভা চিরে ফেলে গোটা আকাশ
নিমেষের আলো পথ দেখায়, অন্ধকার ভাঙে
জমানো আঁধার বুকে বসে ধর্মের উস্কানি
ভেদাভেদ বাড়ে, ধর্মযুদ্ধ, কীসের প্রকাশ?

সৃষ্টি তো বৃষ্টি দিয়েছে, জেগেছে সবুজ ঘাস
রাত্রি এসেছে আলোর প্রকাশে, রাত্রি নিঠুর ঘন
ছিঁড়ে যায় এতদিনের মনের বাঁধন
কী নিয়ে বাঁচবে আষাঢ়, ধানক্ষেত, নালি বাতাস