ফিরোজ
আখতার
বিরহী বারান্দা
বৃষ্টি হলেই
বিরহী বারান্দায়
দু'টি ছায়ামূর্তি'র দেখা মেলে
তারা পাশাপাশি
দাঁড়ায়
তিরতিরিয়া প্রেম
হালকা বাতাসে কাঁপে
জলকণারা তাদের
মধ্যে
ভেদের সমীকরণ
রচনা করতে পারেনা
বৃষ্টিশেষে তারা
আবার মিলিয়ে যায়
না-জানি দেশে...
খোলস ত্যাগ
গাছের পাতায় জমে
থাকা ধুলো'র স্তর
অস্বচ্ছ প্রিজমে
বন্দি অহংকারের মতোই
ঝরে পড়ে ৷
বৃষ্টিসুখের সাথে...
দেখি...
দেখতে থাকি ৷
প্রকৃতি'র খোলস ত্যাগের পর্যায়...
ইদম্,
ইগো আর সুপারইগো একসাথে ঘুর্ণি তোলে
আমার ভেতর ৷ আমার
খোলসের ভেতর ।
খোলস ত্যাগের
বৃথা চেষ্টা
নিঃশব্দ উপন্যাস
রচনা করে ৷
স্মৃতি
বৃষ্টি হলেই
ছোটবেলায় নেমে পড়তাম মাঠে
খেলা'র সাথি'র অভাব হতোনা...
পিচ্ছিল ঘাসের
ডগায় লেগে থাকতো
আমাদের ঘামের
গন্ধ ৷
তারপর পুকুরে
স্নান...
সে মাঠগুলো আর
নেই ।
সে পুকুরগুলোও আর
নেই ৷
আমরাও কি আছি ?
নেই-এর দলে নাম
লিখিয়েছি আমরাও...