মধুমিতা
মুখোপাধ্যায়
নীল
ভাবনায়
কিছু
জলছবি স্বপ্ন কিছু অণুরণনের বিচ্ছুরণ এখন জীবন....
নীরব
অপেক্ষা সেখানে ঢেউ ভাঙে একাকিত্বে, মরিচিকা তৃষ্ণায়
যা
ছেড়ে এসেছি চিরতরে,জানি ফিরে পাওয়া ফেরবার হয় না কখনো
অলীক
যাপনে তবু এখনো উজান স্রোত....ফল্গুর আবেগ ভীষণ....
বলে
ফিরে যাই চুপকথাদের ভিড়ে মুখরিত আবেগে ভোরের পাখীর গানে
ডানাভেজা
জোনাকির আলোকে স্বপ্নিল.....গভীর নিশীথের অবগাহন শরীর জুড়ে....
সারাদিনের
ব্যস্ততার ভিড়ে স্নান সারি যেই ছায়াঘেরা পুকুরের পলিমাটি মেখে....
খোলাচুলে
জমে কালোমেঘ বৃষ্টির মন্ত্র জপে....
গোধূলির
বাতাস জুড়ে জ্যৈষ্ঠের রক্তচূড়া আর হলুদের উৎসব উদযাপন....
মন
চায় জীবনের অন্তিম যাত্রায় চেনা সেই পথ হেঁটে
একবার
ফিরে তাকাই নীল অনুভব ছুঁয়ে গহীন অন্তরে ....!
মুঠো
দিয়েছি খুলে
মুঠো
দিয়েছি খুলে.......
গোধুলি
মেঘের বুক চুঁয়ে রক্ত ঝরা শেষে
যদি
গুমোট অভিমান ঘুর্ণির রূপ নেয়
তুমি
ধুলোর প্রতি কণায় অবহেলা ভরে
স্বস্তির
বৃষ্টিতে স্নান সেরো....
আমি
নীরব চাহনীতে মেখে নেব
তোমার
শরীর ধোয়া উদাসীনতা !
ইচ্ছা
ইচ্ছা
জাগে আজ এক পশলা বৃষ্টিতে
নিজেকে
ভেজাই আর একবার.......
বটের
ঝুরি নামা একরাশ চুল থেকে
টুপটাপ
জলবিন্দু সবুজ উপত্যকা বেয়ে
পৌঁছে
যাক মহাসিন্ধুর 'পারে.....
প্রাচীন
সভ্য পথ ধরে দখিণ হাওয়া ছুঁয়ে নামবে তখন পশ্চিমী প্লাবন!
আমি
হরপ্পার ইতিহাসের পাতায় ছাউনি তুলে
ঘর
বাঁধবো তোমার সাথে....মনসিন্ধুর নয়নজুলিতে....
তুমি
কি ধারণ করবে আমায় পদ্মপাতা হয়ে....?
আমি
একবিন্দু জল হয়ে তোমায় জড়াবো.....!!!