শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮

হাসিদা মুন


হাসিদা মুন

আশ্বিনের  নবায়ন

মধ্যাহ্নী নদীর পিছনের দিকে
কাশবনের কাছাকাছি উষ্ণতর পল্লী
রোদে জ্বলা নীল আকাশ
অকপটে মধুর বাতাস
সম্মোহনা ফাঁদ প্রকৃ্তির

কি এক উপলব্ধিতে
রোমাঞ্চকর দরজা খুলে যায়
বেনী দোলানো মেঘ বালিকারা
ফিসফিস শ্লোক কাটে

ঘোলাজল পেরিয়ে ওপাশে খোলা চর
প্যাচপেচে কাদায় হাঁসেদের পায়ের ছাপ
মরহুম ঝিনুকের দুইপাটি কঙ্কাল
আঁটকে আছে তিন মোহনার বাঁকে

উদোম চরের বুকে যাযাবর কাশফুল
রেশমী তন্তুর উন্মাদনা ঝরে পড়ে
রাতের আকাশ মেঘ ভেবে
নেমে আসে মাটিতে নিবিড় আলিঙ্গনে
অন্ধিসন্ধি উদার হস্তে ভরে দিতে
সুরক্ষিত   বুকের  আচ্ছাদনে আশ্বিনের নবায়নে ......






ঝুপ ঝুপ  ডুব

পান্না পুকুর  পাড়ে  ডুমুর দ্বীপ
বৃষ্টি বিরতি নৃত্যে
পাটি কাঁপিয়ে  আসে 'সলো' ট্রেন হুইসেল
ঝিক ঝিক শব্দে তপ্ত দুপুর
ফিরে যেতে চাই  অনেক দূর

জগতের সার
না  বুঝে অসাড় 
তালকাটে  সুর

পান্না পুকুর পাড়ে  ডুমুর দ্বীপ
ঝুপ ঝুপ  ডুব
সিন্ধু চর্চার খনন শিখে নিয়ে
ডুব ডুব খুব
প্রজাপতি ঝাঁকুনিতে
ফুলের  রোমান্টিকতা কদর্য নয়
ওরে ও  বেকুব ......







নেমে আয়

নেমে আয় মা' অসুর বিনাশীনি
তোর  আগমনে  আসুক সব শুভ শক্তি
মাতৃরূপে
শক্তিরূপে
বুদ্ধিরূপে
 জন্ম দে তুই  হিংসা
 দ্বিজাতিতত্ত্বের ঘৃণা  মুক্তি


ধুয়ে আয়   বাতাসে ধর্ষিতার বীর্যের গন্ধ
ঘুচিয়ে  তামাম দ্বিধা  দ্বন্দ্ব

অসাম্প্রদায়িক লেবাস'  ছাড়া
নিয়ে আয় -সমাজ  সংসার
 নইলে এসে কাজ নেই তোর
আমিও জগত মাতা'
তোকেই  করিব 'সংহার' .........






দয়িত হে'

রূপং দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে ॥
পুল্লান দেহি ধনং দেহি সৰ্ব্বান কামাংশ্চ দেহি মে।'

শিশির মাখা  কাশফুলে ঢাকা
নরম ঘাসের উপর  গড়িয়ে
দয়িত হে'  
আলতো ছোঁয়ায় কাছে টেনে 
আদরে আদরে জড়িয়ে নে ।। 

 




ভালবাসার  উদযাপন

  চাঁদ ,  চল  পেখম মেলি
মৃত্যুর অবশিষ্টাংশ হস্তান্তর করি
জীবনের ঢলে ভাসিয়ে দিয়ে
নীরব  নৌকোয়  বসে  গাঁথি  মালা

কালের কক্ষপথ  অতিক্রান্ত করে
ভালোবাসা   উদযাপন  করি  ভালোবাসায় 
বিস্ফোরিত চোখ মেলে
মুখোমুখি  স্বপ্ন বিভোরতায়
মেঘ  ঘূর্ণির  দোদুল দোলা - এই  বেলা

   চাঁদ ,  চল  পেখম মেলি
মৃত্যুর অবশিষ্টাংশ হস্তান্তর করি
জীবনের ঢলে ভাসিয়ে দিয়ে
নীরব  নৌকোয়  বসে  গাঁথি  মালা ...