শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮

ইন্দ্রাণী সরকার


ইন্দ্রাণী সরকার

জোছনার বিলাপ

হতভাগী জোছনা কোনোদিন সূর্য্য খুঁজে পায় নি
এমন কি ছবিতেও নয়,
আসল ত দূরস্থান

হাই স্কুল পাশ করে
সে এ পাশ ও পাশ করে বিছানা বদলায়

আর এক একটা দিন এক একটা ধার করা সূর্য্য
বগলদাবা করে পাশবালিশ করে শুইয়ে দেয়
তারপর কিছু অন্ধ কালা ভক্ত এসে মায়ের মাথায় সিঁদুর পরিয়ে যায় |








ভুখা রুস্তম

ভুখা রুস্তম দাঁড়িয়ে আছে রাস্তার ওপর
চোখে ম্যাগনিফ্লায়িং গ্লাস
পাশে ময়ূরী ফড়ফড়িয়ে উড়ছে, লিভ টুগেদার
কিন্তু পিওনির সিলুয়েট না দেখলে
রুস্তমের ঘুম আসে না
ময়ূরী ঘুমপাড়ানি গান লিখে খাতার পাতা ভরায়

হ য ব র ল
কখনো ময়ূরী বিছানায় গড়াগড়ি খায়
কখনো বা মাচায়
রুস্তম নেয় নকটারনাল স্টেপস
দেখে দেখে আমরা বলি
চাচা আপন প্রাণ বাঁচা |








সমাগম

প্রত্যেকটি মেয়েই তার বিভিন্ন বয়সের প্রেমিকা
সাড়া দিতে দিতে কি করে যেন বুনু হয়
ওহে রমণীগণ তোমাদের দিনের বেলায় জেনেছি
রাতে খালি তাকে যার সময় আমার বিপরীত
তার ফোলা ফোলা গালে চুমু খেতে পারি নি
তারকেশ্বরে তার ধর্মপিতা থাকেন পিছু হেঁটেছি
শয়নে স্বপনে দোষে গুণে তার ভ্রমণ সঙ্গী হলাম
দোকান সাজিয়ে বসি, দেখো আমার কত সমাগম |








গল্পকথা

রূপশ্রী তোর দ্বিতীয় ভালোবাসা ছিল
বহুজন এসে তোর থেকে কেড়ে নিতে চেয়েছে
কিন্তু শেষ পর্যন্ত্য আর পারে নি ।
রূপ সবাই ত ছেড়ে গেছে তুই এখনো রয়েছিস তাই না ?
কিছু ঝর্ণা নদী পাহাড়ের গল্প বল
কিছু আহামরি পুষ্পস্তবকের স্বপ্ন
কিছু রাখালিয়া বাঁশি বা কিছু জোনাকি
মেঠো পথে অথবা শহুরে রাস্তায় ঐ হেঁটে যাওয়া
ছোট ছোট ছেলেমেয়েদের গল্পকথা
অথবা রাতের বেলায় বেলগাছে বসে থাকা সেই ব্রহ্মদত্যি
এমনি কিছু বল যেমন এখন বলিস
দেখ আমিও ত হাঁটি হাঁটি কবিতা লিখি
তুই এমনি থাক যেমন আছিস
এতটুকু বদলাস না !








শুন্য দালান

পাখিগুলো আমার ভয়ে সারা

মুখ শুকিয়ে বসে থাকে
নামতে পারে না আমার উঠোনে
পাতার ফাঁকে লুকিয়ে দেখে


একদিন আমিও দেখে নেব
মহামানবদের শুণ্য দালান
ভেবো না কর্মফল ফাঁকি দেবে
তাঁর বিচারে সবাই সমান |