আবদুস সালাম
ভালোবাসা
এবং
মৃগী রোগীর কেশহিস্ট্রিতে লেখা
প্রেমের বিনাশপর্ব
ফুলের বাগানে হেঁটে চলে নষ্ট
প্রেমিক
ট্রাফিক সামলায় বিবর্ণ পুলিশ
ওদের বুকে সাঁটা ভালোবাসার
সাইনবোর্ড
প্রেমোন্মাদ কদমগাছে ঝোলে
ভালোবাসার টোষ্ট
পাগলের ডায়েরীতে ঘুমবর্ণ রেখাগুলো অহংকার
ছড়ায়
নিঝুম দুপুরে অলস কথারা জড়ো হয়
শরতের মেঘ খেলা করে মর্মদাহ ধাঁধায়
একাকীত্বের নদী বেয়ে নামে ঘ্রাণ
জেগে ওঠে বিষন্ন ফুলের নিমন্ত্রণ
দিন বদলের ডায়েরী তে লেখা হয়
শূন্যস্টেশনের গল্প
উল্টো ধারাপাত
সামনে এগুবো না পিছনে ?
প্রশ্নবানে অতিষ্ট হই
খুলে খুলে যায় পোশাক
ম্লান দিনে বিকেল হামাগুড়ি দেয়
ঝাঁক ঝাঁকে আর্য্য পাখিরা নামে
ধর্মপাখিরা মেলে ধরে প্রেম
সভ্যতার অলীক পাখিরা ধর্মগানে মত্ত
সংবিধান ব্যাখ্যা করে পুরোহিত
বিচারক নামাবলী দিয়ে মুখ ঢাকে -----
আবেগ
ভর্তি হলাম আবেগের পাঠশালায়
দেখি পুঁথির পাতায় জমা আছে আবেগ আর
বিষাদ
ভাঙা বেঞ্চে বসে আছে পড়ুয়া
বিষাদ কড়া নাড়ছে দুয়ারে
ওদের ডানায় খেলা করে যুবতী মেঘ
আবেগী যুবতীরা স্বেচ্ছায় গর্ভবতী
হয়
জীবনের বিপন্নতা ডানা ঝাপটায়
বিষাদ মাখানো ছায়া ভাসে আবেগের জলে
মুখ থুবড়ে পড়ে গাণিতিক বিধান
সাহিত্যের পাতায় ঘুমিয়ে থাকে দু:খ
আবেগ বিষাদের পায়ে মাথা কুটে
রঙিন ফিসফাস ছড়িয়ে পড়ে সর্বত্র
অধ্যয়ন
বিলুপ্ত প্রজাতির ভালবাসা ঠোঁটে মাখি
খুজে পাই আত্মঘাতী দলিলের
প্রতিলিপি
নিসঙ্গ মানুষ সংকেত পাঠায় যৌন-সমুদ্রে
সমুদ্র কেপে
ওঠে
মরুভূমির বুকে খুজে পায় নি:সঙ্গ যৌনতার ফসিল
নারী পেতে কে না চায়
অথচ পাগল পাগল
অভিনেতা সাজি
নদী তীরে
বালির প্রতিমা গড়ে সঙ্গম শেখায়
গড়ে তুলি আত্মবিলাপের জলসা ঘর
খেলা করে দীর্ঘ তম দিন
পৃথিবীর খাজে খাজে
জমা আছে অতৃপ্তি
বিষন্ন ইতিহাস চোখের সামনে ভাসে
নৈশব্দের ভিতর জড়ো হয় গুপ্ত সংকেত
পৃথিবীর আলো কমে
এলে খুজে পায় আত্মহুতির সংলাপ
দহন
একটা অনন্ত শূন্যতার ছায়া তাড়া করে
দিন চলে
যায় বিষাদে
বেদনার বালুচরে আশা ডানা
মেলে
নির্ঘুম বিছানায় খেলা
করে অযাচিত প্রেমের সন্ত্রাস
নীরব তিথিতে মন খারাপ থাবা
মারে
সব আলো মুছে গেলে পিপাসার মুহূর্তগুলো দুলে ওঠে
ঘুরে ফিরে
আসে দিনবদলের ছায়াছবি
শূন্যতার টেবিলে
জড়ো হয় দীর্ঘশ্বাস
অন্তর্দাহ কুরে কুরে খায়
বিনম্র আর্তনাদে কেপে
ওঠে বাসভূমি
দিন বদলেছে বলে অযাচিত অনেক
কিছুই মেনে নিতে হয়