অরুণকুমার দাস
অজাত অশ্বের হ্রেষা
এক
চোখে মেঘ করে এলে
আকাশ চৌচির বুকের মধ্যে
একলা হরিণশিশু চুষিকাঠি হারিয়ে
কান্নায় ফেরে
ট্রেন থামেনা
বিপন্ন বাদাম খোশারা উড়ে যায়
পরাবাস্তবের আমরা আগুন চুরির দায়
থেকে হাত ধুয়ে
শীত পোহাই
বলরেখার বাইরের গমক্ষেত
স্বল্পদৈর্ঘের চলচিত্র
নারী ধর্মের ছায়ায় পূর্বজন্মের
ছাগল
আপেলের চারা পুঁতে জল দিই
মৃগয়া শেষ করে রাজা
রাজকাহিনীর আড়ালে দূর্লভ
সংস্করণ ছেপেছে চৈত্র
প্রবল প্রবালের বন
স্বপ্নে চানক্য হই ---
কামসূত্র লিখতে পারিনা
দুই
মাথাথেকে বরফ নেমে গেলে মাথা আবার
নতুন বরফ কেনে।সুদৃশ্য পাহাড় ইচ্ছে
বাঁচিয়ে
খাইবার কোনো সুউচ্চ অবসর
মৃত অক্ষরের স্নানবেলা পার করে
দর্শনার্থী
আত্মাকে খঁচার বাইরে রাখলে আত্মা
বাঙময় উর্বশী
ব্যাপ্তমহাদেশ পেরিয়ে যায় ধবল মেঘ
বিন্দু বিন্দু স্বেদ জ্বাল
দিই।বোধের অবরোধ
এই সহজ উপত্যকায়
প্রাকারের বারান্দা থেকে স্বর্গের
অর্বাচীন ঘোড়াগুলো দেখা যায়
তিন
দৃশ্যে কাচের দেয়াল
ওপাশে সাইকেল হেঁটে আসে, তরুণী
মেঘের মতন
ক্লীষ্ট খরায় পোড়া রাত
একটি এডাল্ট আগুন আর ময়ুরপুচ্ছ
পাশাপাশি
রেখে জল ডেকে আনি,খয়েরী
আকশের তলপেটে
ঘুমের করোটি ফুঁড়ে ফুষে ওঠে স্রোত
নেলপলিশের শোরুমে বাঘ
জামদানি বাঘেরা অজাতশত্রু
দীর্ঘগলার বারান্দায় তখন অবকাশ
কালীন
স্তনের সপুষ্পক অন্ধকার
পৌনঃপুনিক দূরত্তে রাজহাঁস ওড়ে
প্রজাপতির মার্বেল স্বপ্নে চলমান
ঈশ্বর
নদীবিধৌত পলিতে মাছের সংসার
সামনে জলের দেয়াল ভেদকরে পাহাড় উঠে
এলো
পৃষ্টা পৃষ্টা শিরিষ অপঠিত রেখে
চার
ভেতরে বৈরাগ্য বেজেওঠে
দূর তমসায় লেখা হল ঝিঁঝিঁপোকা গান
অধীর মেঘ।বলরেখা ভেদকরে নিয়মিত
চাঁদ ওঠে
শ্রীঅঙ্গনে
অপার্থিব আশ্রম,পৃথিবী
দোলখায়
জলাশয় অথবা সূর্য কে কাকে ডেকেছিল
বনে
নিশিডাকের ভলিউম খুলে অতিথি সূর
একলা
পয়ারে লোহার সঙ্গম ধ্বনি উষ্ণতার
লালে
অল্প প্রশ্রয়, তৈরী
অশিখানি ---
পরাজিত কাম ও ক্রোধ!
মহাশূন্য ধারণ করেছি বুকে
আমি রাজা নই প্রজা নই---
অজাত অশ্বের হ্রেষা বেজেওঠে বুকে
আর বাদাম খোশার মতন ভেঙে যাই
নিঃশব্দের পায়ে---
পাঁচ
গভীর তমসায় চৈনিক গাভী একলা ঘাস
খায়
শিয়রে রজঃবাসনা জ্বালিয়ে
পাথরের অশ্রুতে
ঋজুশরীর ভেঙে ভেঙে পড়ে।
কাচের জানালার দেহ ছুঁয়ে তলিয়ে যায় হাঁস
অপূর্ব অমোঘ স্নান, নাভীর
নরোম আলো চুরিকরে
দাঁড়বায় রাত,
সপুষ্পক অধরায় ইট গাঁথি
অজেয় তপস্যা
অনায়াস যোদ্ধার দ্বিতীয় আঘাত
প্রিয় কোনো গান ঐশ্বরিক ছায়ায়
চল বোধের কাছাকাছি বয়সের কাছে
প্রান্তিক কৃষক!
সোনামুখি সূচের দেহবোধ নিয়ে সুতোর
চরিত্র লিখি
পার্থিব শিরিশের ছায়ায় খেলাঘর
পূর্বজন্মের লাটিম খোঁজার ছলেছলে