শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮

রত্নদীপা দে ঘোষ


রত্নদীপা দে ঘোষ

আমারে মজাতে চায়

১৫

লুকিয়ে ফেলেছি
ঠিক যেভাবে বিবাহিত প্রেমিক
ভ্রূণ হত্যা  যেভাবে চড়ুইভাতির
কামরা মিলিয়ে নেওয়া
ঠাকুরদাঘড়ি ।

মেঘফেল বালিকার মাধ্যমিকবৃষ্টি ।
যেভাবে ম্যাজিশিয়ান নতুন টুপির ।
পালকটুপি থেকে । দাঁত ।
পিচ এবং রোলার ।

যে স্বরে ডুরেমেঘ পরা । হরিণের । ক্লাস কামাই হরিনার স্কুল ।
চুড়ি । খনক । যেভাবে বন্দে মাতরম  । ইনকিলাবের । ইনহেলারের ।
চিড় বিড়িয়ে ।  অট্টনাদ ।

চল ছায়া , ঝাঁপ । দিই ঠিক । সে ভাবে ।
পাইলটের আকাশে  উড়ো জাহাজ । যেমন । রণ-পা চড়ে ।

হাঁটে






১৬

পুরনো ছায়া কখনো

শিয়রে থাকতে থাকতে । স্বপ্ন কখনো সন্তাপ ।

গায়ে জমছে স্যারিডন ।

যদিও হয়ে এলো । যদিও ফরসা দেখাবার ।
কেউ নেই । মাইগ্রেন ।

খিদে শুধু
বা খিদের মত । অন্য কোন ভূখণ্ড
যা কেবল । খাবারের জন্যে বায়না । করে । তিষ্ঠোতে দ্যায় । না ।

মুচলেকায়আলো আর ছায়া ।
তেল আর বাঁশমাখা । পেছল-পা । হু হু ।

মাঝে মাঝে মধুরম জিন্দেগী
এক রাউন্ড থ বনে যায়






১৭

ছায়া মরে যায় মানুষের আগে
ছায়াদের গন্ধ ঝরে যায় মানুষের জ্বরে 
কেনো জানো ?
মানুষের পাঠানো অতখানি খাদান । নিরুদ্দিষ্টের দিকে । উড়ে যাওয়া ।
ছায়া বইতে । পারে না ।

গৃহপালিত । খাঁ খাঁ । জলে ভাসানো ।  বাতাসের দেওয়াল ।
নগ্ন দেহে ঘি । মাখানো । ইন্ধনের শিখা । পাপবোধ । ডায়াল ।
আঁচে ফুলে ওঠা । চারপাশ । তাপে গলে যাওয়া দোঁহা ।  দেহ ।
ঝুলে থাকা । লবনের ঘুন । ঘাম । সরহদ । শরীরী টীকা ।

ছায়া । কইতে পারে । না । 





১৮

টলটলে এই কুণ্ড টপকে । পৌঁছব কোথায় । কোথায় পানি দুয়েক অপ্সরা  । শ্রুতি আর নন্দন । লম্বা লম্বা শ্বাসের আকর্ষ ।
শব্দনা ।  কোরে হেসে ওঠো । পোষ মানো জল লোহা আগুন ।
দীর্ঘনাট্যের শেষসিনে । নববর্ষের পরমায়ু মুহূর্তে । দেখতে পাও আগ্নেয় সিনেওয়ালা  । প্রতিমায় উঁচু । কাগজের ফ্ল্যাশব্যাক । দ্যাখো কী ভাবে গুঞ্জন গজায়  । শোনো । কী ভাবে মাত্রাদীর্ঘ গান শুনে ।
একটি ব্যালডের স্যালাইভা । থেমে যাচ্ছে । যায় ।






১৯

শিষের ছিটে ।  ঘুমন্ত মুখে । তাপসী নদীর ভিটে নাকি । আজ । বাড়ি ফিরছে তাড়াতাড়ি । সবুজ শ্যামল অগ্রহায়ন । এখন মাস । গ্রামে শহরে রেশমের ঝালর ।
এমনকি রঙের । তৃতীয় স্থলপদ্ম । গোটা বারো ।
বিসমিল্লা এই দ্যাখো । সানাই ত্রয়ী । ঝরঝরে প্রণাম ।
স্তবক পান্নায় । মাটির দেউলিয় বাউল । কাকে ফোটাবার জন্যেই এই । সৌরজ্বর  । জ্বর কমাতে । পৃথিবী । কোন ওষুধের জিভ । স্বাদ পেতে চাইছে । কার অসুখের ।
প্রতিটি দেবালয় । কার ছায়া পেতেই তরুনীলাল ।
অসীমকাল । বন্ধাত্যের মহাল্লায়  । ভেসে উঠছে  । পর্যটন ।






২০

এক ছায়া থেকে । অন্য ছায়ারপ্ত করার । জন্যে ।
তপ্ত হতে । হয় বোধের পৃথিবীতে । এসে আরও কিছুদিন । থাকতে ।
স্পর্শ । প্রসূতির রক্ত । মাংস আর চর্বি ।
মৃদু হয়ে আসা গঠনের । বাসার ।  নির্মাণ । গায়ে মাখতে হয় ।
পলিমাটি কী রকম ভাবে । যেন রূপ । অরূপও পায় বহু হাজার । ওমের নির্যাস থেকে । তৈরি যে অন্তিম  । তার বিপন্ন নক্সায় ।
আমার হাতে । পরিত্যক্ত আরেকটি খড়িচিহ্নিত । আমি । আমাকে ।
পৌঁছে দিই । লাভাবরফ । আর অন্ত্যেষ্টি