শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮

মোহাম্মদ আন্ওয়ারুল কবীর


মোহাম্মদ আন্ওয়ারুল কবীর

সংশয়

অসহায় লোকটি অতঃপর ঊর্ধ্বপানে তাকান,
আল্লাহ. তুমি এর বিচার করো'
হৃদয়ের গভীর থেকে রুজু করা এ মামলা

ইতোমধ্যে বসন্তবায়ু বইতে শুরু করেছে জালিমের আঙ্গিনায়

আমরা অপেক্ষায় ....
আরশের নির্দেশনা কখন, কীভাবে আসবে
কিংবা আদৌ আসবে কি না!








স্বপ্নেরা খেলা করে

তিনি বলেছিলেন আফিমের কথা
আফিমের গোলা মুখে পুরে ঢুলুঢুলু চোখে আজো আমি দুনিয়া দেখি
স্বপ্নেরা খেলা করে কদম কয়েক দূরে
মায়ামৃগ অধরাই থেকে যায় -

তিনি বলেছিলেন শ্রেণীসংগ্রামের কথা
বিভাজিত হতে হতে আজ আমি ভাবি শুধু আমারই কথা

আফিমের গোলা মুখে পুরে ঢুলুঢুলু চোখে আজো আমি দুনিয়া দেখি
স্বপ্নেরা খেলা করে কদম কয়েক দূরে।







নপুংসক

লাঙ্গল ফেলে দিয়ে একদিন কেরানী হয়ে যায় আমাদের পূর্বপুরুষ
আমরা ভুলে যাই ভূমিমায়া, ভূমিও সরে যেতে থাকে দূর হতে দূরে
অতঃপর সবুজ জমিনে নেমে আসে নাগরিক অন্ধকার -
সুলতানের সুঠাম পুরুষ নপুংসক হয়ে সেলাম ঠুকে দানবের পদতলে।








স্থায়ীনিবাস

এই যে আপনারা যেভাবে স্থায়ীনিবাসের জন্য হাপিত্যেশ করছেন
একখন্ড জমিনের উপর নিজস্ব এক বাড়ি
শেকড় ছড়িয়ে বৃক্ষ হয়ে বসার অতলান্ত বাসনায় ...
কিংবা পূর্বপুরুষের ভিটেমাটিতে যারা আসন গেড়ে বসে আছেন তারা হয়তো ভাবছেন
এভাবে থিতু হয়েই আপনি হয়ে গেছেন অব্যয়-অক্ষয়
স্থিরতা মানেই ঈশ্বরজীবন
 
আচ্ছা, বিষয়টা কি এভাবে ভেবেছেন কখনো?
স্থিতি বলে আদৌ কি কিছু আছে !
এই যে আমি কিংবা আমরা মানচিত্রে বসে আছি,  ভাসমান পৃথিবী হাঁটছে
সূর্যকে সাক্ষী রেখে হাঁটছে আলপথে ...
গণিত বলে সূর্যও হাঁটছে, কোনদিকে কে জানে!

এবার আপনাদেরকেই প্রশ্ন করি, স্থায়ী আর কতোটুকু স্থায়ী?
জিপিএস পারে কি কষতে মূল স্থানাংক!
আর ঐ যে সবশেষে ধ্রুবজীবনের কথা শোনায় কেউ কেউ ...
থাকুক না সে কথা, গন্তব্যের দিশা হতাশাই বাড়াবে হয়তো।







মাহেন্দ্রক্ষণে

বিদ্যুতস্পৃষ্ট চড়ুই ঝুলে আছে
চারপাশে ঘোরময় কিচিরমিচির -
কে যেন বলে যায়, 'এগিয়ে আসছে সে, আটকাতে পারবে না কিছুতেই!'

আমাকে ভাবায় না

মাহেন্দ্রক্ষণে একে একে সবে খাঁচাছাড়া হয়ে যায়।