শুভাশিস দাশ
জীবন্ত লাশ
জীবন্ত লাশের পাশে দেখেছি বেশ্যা পাড়ায়
লাশের শরীর জুড়ে কেমন উৎকট গন্ধ ছড়ায়
দিন নেই নেই রাত প্রেম নেই নেই ভাত
খাদের কিনারে জমে লিপ্সার গরল মধু
লাশের ইচ্ছে ছিলো একদিন হবে নব বধূ
তারপর কতো জল শুদ্ধ হতে গেছে চলে
লাশের পাশে বিবেক হয় না জাগ্রত
পশু নখ খুবলে নেয় ষোল আনা উসুল
এখবর সবার জানা ,অজানা
শুধু
অন্তর্বাসের গভীরের লুকানো ক্ষত !
যেতে হবে একদিন
একদিন নদী জল ডেকে নেবে
ডেকে নেবে নীল আকাশ
মাটির গন্ধ মুছে দেবে জলন্ত চিতা
অহংকার গুলো দূর থেকে চেয়ে দেখবে
ফুল আর আগুনের কাছে নত হই
এ জীবনে কতবার মরেছি
সত্যের কাছে মরেছি
প্রেমের কাছে মরেছি
দুঃখের কাছে সারাজীবন ঋণী রয়ে
গেলাম
ফিরিয়ে দাও
যা নিয়েছো এই জীবনে
ফিরিয়ে দিও তুমি
রক্ত স্রোতে বইছে নদী
কাঁদছে জন্মভূমি !
ফিরিয়ে দিও মানুষ গুলো
ফিরিয়ে দিও মন
ফিরিয়ে দিও আমার সাধের
সবুজ ঘেরা বন !
অপেক্ষা
নাম গান শুনিয়ে যে বোষ্টমি বলেছিল
দেখে নিস আবার হরিতাল আসবে
মাঠ জুড়ে হাসবে আমাদের মনের উৎসব
মানুষ আবার গাইবে ফুলেদের গান
উঠোন জুড়ে ফুটবে শরৎ -শিউলি
আমি সেই থেকে বসে আছি
কবে আসবে আমাদের মনের উৎসব !
যেতে হলে
যাবার অনেক মানে থাকে
অনুরাগ থাকে
অভিমান থাকে
থাকে বুক ভরা ব্যাথা
না বলা কতো কথা
বলে যাওয়া হয় না কিছুই !
যাবার অনেক মানে থাকে
আসলে যেতে হলে
অজুহাত দাঁড়িয়ে পরে হাজারো
তাই আমি আর
বলি না ..............যেও না !