নাসির ওয়াদেন
একটি হত্যা ও কয়েকটি নষ্ট চরিত্র
ধূসর বাতাস নিষিক্ত গায়ে নিগীর্ণ
হলুদ মাখে
নিস্তব্ধতা বীজ বোনে উপত্যকায়
তিনশো চৌষট্টি দিন শুধু মিথ্যে বলে
বলে
একদিনে কী স্বর্গ ছোঁয়া যাবে ---
আদিমতা বুকের গাছে মৃতজল ঢালা
নিরতীত নিত্যদিনের কার্য
এসো,স্বর্গের রচনা লিখে
ফেলি লালঅক্ষরে
জাহান্নাম কতদূর কে পরিমাপ করছে
জানি না তোমার সন্ধ্যাগুলো কী অদ্ভূতভাবে
একটি হত্যাকে বেমালুম গিলে ফেলল, ভদ্রতা,,,
কয়েকটি চরিত্র রেলগাড়ির কঠোর নিয়মে
ভ্রমণবিলাসী হলো
তুমি কি সত্যের চারাগাছ রোপণ করে
বৃষ্টি চাইছ
চরিত্রের সংজ্ঞা আছে ব্যাখ্যা নেই
ভালোমানুষ গাছটি উঠোনে দাঁড়িয়ে
প্রতিরাতে স্বপ্নের ভাঙা বাগানে
ওড়ে
কালকে ওর নিমন্ত্রণ ছিল
বনেদি বাড়ির অন্দরমহলে
হিংসাগুলো দিব্যি দাঁত কেলিয়ে
উপহাস করছিল
বেচারা নিমগাছ কিছুতেই দাঁত খুলে
হাসতে পারছেনা
চরিত্রের সংজ্ঞা আছে কোন ব্যাখ্যা
নেই
সত্যের সীমা থাকে, এবার
কী পাতাচুম্বন হবে
থিম চুরি ও কয়েকটি উপদেশ
বাল্যকালখানা চুরি গেছে ভোরবেলা
নীলগিরি সুমিষ্ট কণ্ঠে গাইছে গান
একটু আগেই কীসের শব্দ হলো
আলমারি ঝুলছে ফাঁক হয়ে --
মাথায় বারান্দার কার্নিশে
ভাগ্যলেখা
একটা প্রগৈতিহাসিক থিম চুরি গেছে
ভাবনা ভালো ছিল, কিন্তু
সংযম ছিল না
আড়ষ্টতা ম্রিয়মাণ স্নেহের জলে ভিজেছে
রাখালিয়া জোৎস্নার ভেতরে বশীভূত
ভূমি
কয়েকটি উপদেশচারা মাথা তুলছে
আসন্ন শরত তাকে সূচিস্নিগ্ধ
ভালবাসা
উপহার দিতে চায়
থিম চুরি হলেও কয়েকটি উপদেশ মেনে
চলতে হবে
অতৃপ্ত বাসনার অলৌকিক ঝড়
বর্ষা এসে রাতের শিশিরকে নৃশংস
খুন করলো
ঈশ্বরের হাতে বর্ষার ভাগ্য লিখা
ছিল না
তাই তো শিশিরই
শীতলঘুম কেড়ে নিয়েছে ঈশ্বরের
রিক্ত ভরসাগুলো কানে কানে সুমিষ্ট
আগুনকথা বলছে
জননী জন্মভূমি পলাশের ক্ষেতে ঘুড়ি
ওড়ায়
স্মৃতির পেয়ালা ঠোঁট শুঁকে শুঁকে
ক্লান্ত
সিক্ত রাতভাঙা পাহাড়,,,,
কুয়াশা জড়িয়ে রয়েছে ষোড়শী কুমারীর
চোখ
এজন্মে তো কুমারীস্বাদ ঠোঁট
পর্যন্ত জাগলো না
আজন্ম শ্লথ মৃতদের বাসভূমি
ভালবাসা মৃতদের সাথে কথা বলে
দেখা করে, সম্পর্ক
গড়ে,
রোদ ছুঁয়ে থাকা স্মরণীয় গাছেদের
ছায়া
প্রেমিকার ঘুমন্ত বুকে অঘোর
পূর্ণিমার চাঁদ
আটপৌরে নৌকা ভাসে কল্পনাজলে
ভোরের রাতজাগা পাখির কণ্ঠস্বর
নিরাশার সংভূমিমাঠে শীতের চাদর
বিছিয়ে ফোটে ইচ্ছার ফুল
আমি জেগে আছি, ভালবাসা
তোমার
আমাকে জাগাতে নয়, মায়াবী
চিত্রনাট্য আঁকতে
অপরিণত ছায়াকে ঘিরে রয়েছে
নিরাশার ইচ্ছেপাতা
তোমার কোমল অস্পর্শ অঙ্গখানি ছোঁয়ার বাসনায়---
ভালবাসা ভুলতে দেড়মাস হয়তো একটু
বেশি --
বারবার মরে যাওয়ার থেকে ঢের ভালো
একবার মরা,সম্মানের,
কৃতিত্বের