শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮

লক্ষ্মীকান্ত মণ্ডল


লক্ষ্মীকান্ত মণ্ডল

নীল প্রতীক্ষার ভাদ্র 

এক

নীল ত্রিপলের নিচে দাঁড়িয়েছে লোকটি
একটু আগে তার  কোনো ছাদ ছিল না
দৌড়ে এসেছে এখন , চামড়ায় ঘাম আর
বৃষ্টি মাখানো আমিস গন্ধ  - গামছা দিয়ে
মুছতেই  চোখ যায় স্নানে ভেজা ঝিঙেফুলে 
মুক্ত প্রহরে উজ্জ্বল আগুন ; শেওলা পিছল
তারপর দমকা বৃষ্টিতে উড়ে যায় নীল 







দুই

তীক্ষ্ণ ঘাসগুলি ব্যথা ফোটাচ্ছে শরীরে  
লোমকূপ ভেজা গন্ধের মাটিও ঋতুমতী
লোকটি অগাধ কম্পনের শ্বাসে ধরেছে
বাতাসের বুক ,  কোনো অহংকার নেই -
নীরবে হয়ে উঠেছে স্বচ্ছ ; মঙ্গলময়,     
ক্ষতদের সাথে তার পরিচয় হয়ে যায় 







তিন

ঝাপটাগুলির মধ্যে ছড়িয়ে যায় সুন্দর
ভেজা শালিকের স্বেচ্ছাজোয়ার , উড়তে উড়তে
খুঁজে নেয় হিজলের বিষন্ন ডাল , দোদুল প্রমায়
ফুল নেই - পাতা নেই , পর্বে পর্বে ভরাট ভাদ্র
দিঘি পেরোনো মেঘের ভিতর পিছল সিঁড়ি 
উঠছে আবার নামছে  ; তার পর্বে পর্বে
কাদামগ্ন ভূগোল আর বেহালার দর্শণ -








চার

বুকে টেনে নিয়েছে হঠাৎ বৃষ্টির সোহাগ
কচুপাতা থেকে সেসব মুক্তো বিন্দুর সুর
ছড়িয়ে যাচ্ছে শেওলায়,  তার লাবণ্য জুড়ে
হেঁটে যায় ডাহুক ; জাগিয়ে রাখতে পারে
কত টুকু নিঃশেষ  - থরে থরে বাড়ে মধ্যাহ্ন       
নোনা জল মাখা সুখপাখিটির শীতার্ত -








পাঁচ

মাটিতে মেশার মতো কিছু নীরবতায়
শেকড় ছড়িয়ে যায় অনাদিকালে
পবিত্রতার আলো তখন ধ্যান-মগ্ন , 
ছুঁয়ে যেতে চায় কতক গুলো ভেড়িবাঁধ
ডুবছে আবার ভাসছেও  শূণ্যগর্ভ সীমানায়
আর লোকটা  উজানের কাছে শুয়ে থাকে
দীর্ঘ প্রতীক্ষায় বিফল বিবর্ণ নচিকেতা -