সুধাংশুরঞ্জন সাহা
নষ্ট
মগজে গণিত পুরে নষ্ট করলাম গোটা
জীবনটা !
হারানোর ভয়ে সব কিছুই হারিয়েছি
অক্লেশে ।
কতবার যে হারিয়েছি সেলফোন, মানিব্যাগ,
অথবা জুতো !
স্কুলে হারিয়েছি শৈশব, কলেজে
কৈশোর
আর অফিসে যৌবন ।
শেষে ফেরত পেয়েছি কেবল বার্ধক্য !
এই বার্ধক্য নিয়ে কী করব এখন !
ভয়
আজকাল বেশ টের পাই
প্রতি পদক্ষেপে গোপনে অনুসরণ করে কেউ ।
সে কি ভয় !
আন্তরিক সেই যন্ত্রণা গাণিতিক
সূত্র মানে না ।
মানচিত্রে ধরা পড়ে না ছায়াও ।
অভাব
সংসারের বশ্যতায় কি আটকে আছি আজীবন?
নাকি, কোথাও
অধিকৃত হয়ে আছি নীরবে !
এইসব নানা প্রশ্নে জেরবার হই রোজ ।
কারও কাছে বিরাগভাজনও হই !
নিষেধাজ্ঞা নাকচও করি যখন তখন ।
তবুও অপর্যাপ্ত ডলার, আর
সাহসের অভাবেই
কেঁচে গেল এ-জীবন ।
আগুন
ধরো, অনুশাসনভাঙ্গা
কান্না ছাল ছাড়ানো
গাছের পাতায়
কাঁপে !
অপরাধের নৈশ খেয়াল শিল্পীর
ক্যানভাস
রাঙায় !
ক্রুদ্ধ ইতিহাস কদাচিৎ দারিদ্রের
সততা নিয়ে
সরব হয় !
তবু, মেঘময় অনিয়ন্তিত আকাশে
রামধনুর রঙে জীবনও আগুন খুঁজে মরে
।
কালশিটে
আমাদের স্বপ্ন আর বাস্তবের
অন্তর্বর্তী
জলবায়ুতে ব্যর্থতার একটা অচেনা
প্রদেশ আছে
আর এই প্রদেশ ঘিরে নদী, অরণ্য,
আকাশের
সমতলীয় আবেগ খেলা করে ।
এইসব আবেগে মিশে আছে হতাশা, অপমান,
ঈর্ষা, নিগ্রহ,
উপেক্ষা আর অপেক্ষার কালশিটে ।