হামিদুল ইসলাম
সাক্ষাৎ রাধাকৃষ্ণ
তোমার সাথে দেখা
ফাঁকা চালের বাতায়
মিঠে কড়া রোদ
অরণ্যের শেকড়ে
ভালোবাসা লুকিয়ে রাখি
তুমি বুঝতেও পারো
না ।।
বৃষ্টি আসলে গান
শুনি
ইতিহাস ঘুরে দাঁড়ায়
বাড়ির দরজায়
রাম সীতা বনবাসে
রাজ্যপাট ধুয়ে
যাচ্ছে অবাধে সমুদ্রের জলে ।।
বীরের রাজ্যে বাস
এক এক জন তবু বীর
পঙ্গুব
লজ্জায় মাথা হেঁট
অলকনন্দার
যারা এতোদিন আস্তানা
গেড়েছিলো বসতবাটির ।।
আর একবার জন্ম হলে
প্রেম হবে তোমার সাথে
আমৃত্যু
রাধাকৃষ্ণ ।।
জীয়ন কাঠি মরণ কাঠি
আমরাও এখনো প্রস্তুত
ওরা তাঁবুর নীচে
দুহাতে ধরে রেখেছে নিকষ অন্ধকার
অন্ধকারের এই
সাম্রাজ্য ভাঙে না
ভাঙতে পারে না কেউ
এখানে স্বয়ং হেরে
গেছে আলেকজান্ডার ।।
একটা চুলের উপর
অন্ধকারে হাঁটতে গেছিলো
চেঙ্গিস খান
পারে নি
গিরিখাতে পতনে তার
মৃত্যু নিশ্চিত
যদিও ইতিহাস ভিন্ন
কথা বলে ।।
চাণক্য শিখেছিলেন
এক চুলের উপর হাঁটার কৌশল
কিন্তু শেখান নি
কাউকে
যাদুর সাহায্যে
জীয়ন কাঠি আর মরণ কাঠি নড়েচড়ে বসে
জীয়ন কাঠি মৃত রাজকন্যার
ঘুম ভাঙায় ।।
মরণ কাঠি মানেই নিকষ
অন্ধকার
অন্ধকারের
সাম্রাজ্য ।।
জাগ্রত ঈশ্বর
সুখের সংসারে
তবু দুঃখ ফিরে আসে
কিন্তু দুঃখের
সংসারে ফিরে আসে ক্ষুধা তৃষ্ণা বাসনা অন্ন বস্ত্রের চিন্তা গরীবেরা তোয়াক্কা করে
না
ভগবানের নির্ভরতাও
কমে আসে ধাপে ধাপে ।।
কোথায় ভগবান ঈশ্বর
খোদা
কার কতো শক্তি বোঝার
উপায় নেই
মানুষ বোঝে না। তবু
কল্পনার ইতিহাস মানুষ বানায় সর্বত্র
যিশু নামে এক মহাত্মাকে
কারা করেছিলো ঈশ্বর
যিশু জানে না
কতোখানি বুজরুক মানুষ ।।
যেখানে ভগবান
নেই খোদা নেই
যেখানে যিশু নেই
সেখানে কি আছে ঈশ্বরের অস্তিত্ব ??
অসম্ভব। নিজের
অস্তিত্ব আমরা বুঝি না
তার উপর ঈশ্বরের
অস্তিত্ব
এতো ভয়ংকর কথা ।।
ইতিহাসে জাগ্রত এখনো
ইতিহাসবিদরা
পীর আউলিয়ারা মিশে
যায় যক্ষের ধনের মতো
তবু ঈশ্বরের হাত
বাঁধা ইতিহাসের নিয়মে ।।