পার্থ সরকার
ওই তো মৈত্রী নৈশব্দের
অমৃত
ওই তো সন্ধ্যাতারা
নৈশব্দের অমৃত
মৈত্রী যার নাম
পদাতিকা সঞ্চালিকা
থেমে আছে ঘোড়া
টগবগিয়ে ছুটে যাওয়া
জীবিকা
ক্ষয়াটে তাম্রশাসন
এমনকি নজরবন্দী শহর
আসর ছেড়েছে মহাজন
ধরেছে পাতাল ধূসর
ক্ষীণজীবী চাঁদ
আর প্রশ্রয় নয়
ক্ষয়ে যাক পতন
মৃত্যু শেষে
ওই তো মৈত্রী
ওই তো সন্ধ্যাতারা
নৈশব্দের অমৃত
এক গোলাকার স্তন
আর আমি অমৃত
ভক্ষণকারী ।