রবিবার, ২১ জুন, ২০২০

শাহানারা ঝরনা


শাহানারা ঝরনা

যাচ্ছে সময়

নাম না জানা ঘাসফুলেদের বনে
শুকনো পাতা ঝরে ঝিরিঝিরি,
বিবর্তনের পান্ডুলিপি হাতে
অবাক হয়ে সুখকে খুঁজে ফিরি।

 নিসর্গময় মন ঋতুতে কতো
মৌসুমি দিন যায় ও আসে ফিরে,
স্বপ্নালুতার সম্মিলনী চলে
শৌখিনতার পালকি-ঝুলন ঘিরে।

কিছু কথা বুকের  বিজন ঘরে
সারাজীবন বন্দী হয়েই থাকে,
কিছু কথা যায় হারিয়ে দূরে
সীমানাহীন নীল -নীলিমার বাঁকে।

 কাল মহাকাল এমনি ক'রে চলে
সাক্ষী থাকে বংশ পরম্পরা,
কতোরকম অসংগতির পাকে
বিক্ষত হয় বিশ্ব- বসুন্ধরা।

আস্থা আশা বিষাদ ভীতি নিয়ে
অস্থিরতায় যায় যে সময়গুলো,
গুচ্ছকথা মান অভিমান  বুকে
আমরা মাখি মন খারাপের ধূলো।

পেরুচ্ছি এক ক্রান্তিকালের বিপদ
মৃত্যুভয়ে হয়ে আতংকিত
 কেউ জানি না কোন সে পূণ্যিবলে
থাকবো ক"জন সঠিক সুরক্ষিত।    

 মহামারী মানে না  লকডাউন
ধনী গরীব  সবার কাছেই আসে,
কেউ বা ঘুরি সখের লোকালট্রেনে
কান্না ঢেকে মলিন দীর্ঘশ্বাসে।