শিবানী মুখার্জী
পান্ডে
এক আলোকবর্ষ
মাতৃভূমির নিদ্রিত
চোখে অতঙ্কের ছায়া
কায়াহীন শূন্য তায় প্রাণ সঞ্চারের
চেষ্টা ৷
বিকৃত মস্তিষ্কে
কিংবদন্তি ছায়া,
মৃতদেহের অস্থি
মাংসে এখন জড়তা,
কুম্ভকর্ণের দীর্ঘ
নিদ্রা ভঙ্গে,
তৎপর বানর সেনার দল—
অভিমন্যুর চক্রব্যূহে
প্রবেশ,
অভিশপ্ত, নিষ্ক্রমনের পথ —
কাঁকুড়ে মাটি
আর লোনা জলে কর্দমাক্ত৷
হুল্লোরে টেলিভিশনের পর্দায় চোখ রেখে,
খুঁজি প্লানেটেরিয়াম
আর বিজ্ঞানমঞ্চ,
পূর্ণিমা অমাবস্যা আর একাদশী
থেকে -ত্রয়োদশী
সবটাই এখন ঝাপসা
চশমার কাঁচ—
আমি নিশ্চিন্ত, ঘুমের থেকে উঠে
বিমূঢ় বিভ্রান্ত —
শ্লোগানের ভিড়ে, দীর্ঘ আলোকবর্ষ
পারাপার
একাধিক হ্যাজাকের
আলোয়
অলৌকিক শোভাযাত্রা
—
আর গুপ্তধনের
খোঁজে সুহৃদ বিশ্ব,
শেষ তুলির টান
খোঁজে৷