গৌতম কুমার গুপ্ত
মৃত্যু নয়
মৃত্যু যে সহজ হবে
এমন তো ভাবি নি
তেমন কথাও তো ছিল না
আয়ু ধরে লেখা ছিল
বিধাতার কাগজ
সবাইকে একই সন
তারিখে কেন?
বিধাতার বিরুদ্ধ হবো
এখনই
ঈশ্বর দেখে যাক
আমাদের নিশ্চিত প্রত্যয়
কবিতায় গানে দহন ও
দর্শনে
দৃশ্যে শ্রাব্যে রেখেছি
প্রবল সশ্রম জারী
পূজা নয় আরাধনা নয়
স্মরণে বরণ করি
স্মৃতির সহজে তোলা
তাঁর দান
এ জীবন তুল্যমূল্য
নয় দৈবে হীনমন্য নয়
তাঁর মন্ত্রে নিবেদন
আমাদের সপ্রাণ
অমরত্ব নয় মরণশীল
জাগতিকে আছি
তবু এই ভঙ্গুরে
গেঁথেছি আগুন
পুড়ে পুড়ে খাক হলে
সোনার নির্মাণ
অম্ল বায়ু ব্যাধি
ভুলে আমাদের উপশমও আছে
অমূল্য দিয়ে কিনে
নেবো মূল্যেবান সম্ভার
অতিমারী ছুঁড়ে দেবো
অতি বর্জনে
বিধাতার কাগজে লিখে
দেবো নাম
এক নয় শুধু অর্ব্বুদ
সহস্র কোটি কোটি প্রাণ