সুধাংশুরঞ্জন সাহা
আতঙ্ক
মানুষের সব অঙ্কই আজ
সাত সমুদ্র জলে।
নানা রঙের মাস্কে
তার থতমত শ্রীমুখ।
দূরত্ব নির্মাণের
ব্যস্ততায় পৃথিবী টলমল ।
এমন স্পর্শসংক্রমণ
ইতিহাসে বিরল ।
অবরুদ্ধ রাস্তায়
রাস্তায় মনখারাপের বেলা ।
এখন চৌকাঠের বাইরে
পা ফেলতে চাইলেই
রক্তে আতঙ্ক-নদী, অকালবিয়োগের ভয় ।
আনাচে কানাচে
চাপাকান্না,
মানুষের চোখেমুখে
ভীতির কঙ্কাল...।
অথচ রোদের শরীরে
গাঢ় সবুজ উদ্ভিদ ।
বাতাসে বিশুদ্ধ
অক্সিজেন,
শ্বাস নিতে কোন কষ্ট
নেই আর।
নদীর স্বচ্ছ জলে
নির্বিঘ্নে মাছের সাঁতার,
ডলফিনের আনন্দ
লঙজাম্প...।
সকাল থেকেই পাখিদের
কিচিরমিচির,
আর হারিয়ে যাওয়া
পাখিদের ললিত কোরাসে
ফিরে আসছে আমাদের
শৈশব ।
তবু, পৃথিবী জুড়ে এতো
মৃত্যুমিছিল,
আসমুদ্র
শোক !
শিকড়ে কী তুমুল টান
ঘোর অন্ধকার অন্ধ-গুহার,
আত্মঘাতী মানুষ
কীভাবে এড়াবে এ-দায় !