রবিবার, ২১ জুন, ২০২০

মৈত্রেয়ী ঘোষ


মৈত্রেয়ী ঘোষ

যন্ত্রণা --

কোথাও জ্বলছে চিতা, কোথাও অমূল্য জীবন
ভষ্মে শুধু খুঁজে চলি পুনরায় নবজাগরণ,

বিষ ছুড়ে ছিনতাই করে যারা মানবের সুখ
বুমেরাং তীরে আজ তাদেরই ঘরেতে অসুখ,

প্রাণ যিনি দিয়েছেন, ছিন্ন করা তাঁর‌ই অধিকার
তবুও কি দেখা যায় সংখ্যাহীন মানব শবাগার!   

দুয়ারে দুয়ারে আজ বিভেদের মজবুত পাঁচিল
পেরলে লক্ষনগণ্ডি দীর্ঘকায় হবে মৃত্যু মিছিল,

মোমবাতি হাততালি কিংবা অসংখ্য দলাদলি
মনে হয় সব মানি, তবুও চাইনা নরবলি,

তবে কি এ অভিশাপ! পূণর্জন্মের কৃতফল!!
নাকি চাও মেপে নিতে এজন্মের মানবতার তল!

মনে রেখো আসবে দিন, যুদ্ধের হয়ে যাবে শেষ
হাসবে ধরিত্রী মাতা, থাকবেনা যন্ত্রণার লেশ।